কারাগারে পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলন
কোর্ট রিপোর্টার : ফ্লাট দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ সোমাবার (১৭ নভেম্বর) বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই রায় দেন। এর আগে তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই মামলায় তার স্ত্রী শাহজাদী আলম লিপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
পুলিশের সাবেক ডিআইজি হামিদুল আলম মিলন বগুড়া শহরের মালতিনগর এলাকার এএসএম ইবনে আজিজের ছেলে।
বগুড়া শহরের নিশিন্দারা শাহপাড়ার জাহিদুর রহমান তোফা মিলনের বিরুদ্ধে প্রতারণার মামলাটি দায়ের করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1763369378.jpg)
_medium_1763368689.jpg)
_medium_1763368470.jpg)






