ভিডিও রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৫, ০৫:০৬ বিকাল

রোনালদোর নিষেধাজ্ঞা কমাতে আনুষ্ঠানিক আপিল করবে পর্তুগাল

ক্রিশ্চিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্কঃ ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করার আশায় ফিফার কাছে ম্যাচ নিষেধাজ্ঞা কমানোর জন্য আপিল করতে যাচ্ছে পর্তুগাল ফুটবল ফেডারেশন।
 
 
সম্প্রতি বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে পর্তুগালের ২-০ গোলে হারের ম্যাচে রোনালদোকে সরাসরি লাল কার্ড দেখানো হয়। ৪০ বছর বয়সী তারকা খেলোয়াড়কে প্রতিপক্ষকে কনুই দিয়ে আঘাত করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এই ধরনের লাল কার্ডের জন্য সাধারণত তিন ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়।
 
 
পরবর্তী পরিস্থিতি বিবেচনা করলে, রোনালদো যদি এই নিষেধাজ্ঞা পান, তবে তিনি আগামী বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ মিস করতে পারেন। কারণ বিশ্বকাপের আগে পর্তুগালের আর মাত্র একটি প্রতিযোগিতামূলক ম্যাচ বাকি রয়েছে।
 
 
পর্তুগাল যদি আর্মেনিয়াকে পরবর্তী ম্যাচে হারায়, তাহলে তারা বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে। তবে সেই পরিস্থিতিতেও রোনালদো দলের প্রথম দুটি গ্রুপ ম্যাচে খেলতে পারবেন না।
পর্তুগালের প্রধান সংবাদ সংস্থা লুসা জানিয়েছে, রোনালদোর তিন ম্যাচের নিষেধাজ্ঞা কমিয়ে এক ম্যাচে নামানোর জন্য আপিল করা হবে। এই আপিল প্রক্রিয়াটি পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েঙ্কারের তত্ত্বাবধানে চলছে।
 
 
লুসার খবর অনুযায়ী, আপিলের যুক্তি হলো যে ‘ম্যাচের সময় অন্যান্য অনেক ঘটনার মতোই, রোনালদোকে বক্সের ভেতরে স্পষ্টভাবে আটকে রাখা হয়েছিল’ এবং তার কনুই দিয়ে আঘাত ‘হতাশার’ প্রতিক্রিয়া ছিল।
 
 
জাতীয় দলের হয়ে ২০০টির বেশি ম্যাচ খেলার পর এটি রোনালদোর প্রথম লাল কার্ড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর নিষেধাজ্ঞা কমাতে আনুষ্ঠানিক আপিল করবে পর্তুগাল

বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী: খোকন

খুলনা-বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

আমরা এখনো ইউনূস সরকারের প্রতি আস্থা রাখি: রিজভী

প্রশাসনে পছন্দ মতো রদবদল করা হচ্ছে যা লেবেল প্লেইং ফিল্ডের এর জন্য হু/ম/কি- মিয়া গোলাম পরওয়ার

ট্রাইব্যুনালে যে রায় হোক, কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা