রেলিগেশন এড়াল নেইমারের সান্তোস
স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় দুই নম্বর দল হলেও কঠিন পরীক্ষা দিতে হয়েছে পালমেইরাসকে। অবশ্য তাদের বিপক্ষে ড্র নিয়ে ফেরাটাও যথেষ্ট হত না নেইমার জুনিয়রের ক্লাব সান্তোসের জন্য। শীর্ষ প্রতিযোগিতা থেকে অবনমন (রেলিগেশন) এড়াতে জয়ের বিকল্প ছিল না। রুদ্ধশ্বাস ম্যাচে ৯০ মিনিটের পর যোগ করা সময়ের গোলে (১-০) সেই সমীকরণ মিলিয়েছে সান্তোস।
ঘরের মাঠ ভিলা বেলমিরো স্টেডিয়ামে পালমেইরাসকে আতিথ্য দিতে নেমে প্রায় সমান তালে লড়েছে সান্তোস। তবে পজেশনে তারা এগিয়ে ছিল। ১৭টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখতে পারলেও, জয়নির্ধারণী গোল পেতে ৯১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে নেইমারদের। পুরো ৯০ মিনিট খেলে ব্রাজিলিয়ান এই সুপারস্টার নিজে গোল না পেলেও বেশ কয়েকটি দারুণ সুযোগ তৈরি করেছিলেন। একমাত্র গোলটি করেন বেঞ্জামিন রোলহেইজার। শুরুটা ভালো ছিল পালমেইরাসের। এরপরই সান্তোস ধীরে ধীরে ম্যাচের লাগাম নিয়ন্ত্রণে নিতে থাকে। তাদের শক্তিশালী হতে দেখেও খুব একটা হুমকি হয়ে দাঁড়াতে পারেনি আবেল পেরেইরার দল। বিরতির আগে বেশ কয়েকটি সুযোগ ফিনিশিংয়ের ব্যর্থতায় কাজে লাগাতে পারেননি নেইমাররা। গোলবারের উদ্দেশ্যে ব্রাজিলের এই রেকর্ড গোলদাতার জোরালো শটও প্রতিপক্ষ ফুটবলারের পায়ে লেগে দিক পাল্টে যায়।
দ্বিতীয়ার্ধে ডেডলক ভাঙতে মরিয়া হয়ে ওঠে উভয়পক্ষ। আক্রমণ, পাল্টা আক্রমণেও অবশ্য কেউই জালের দেখা পাচ্ছিল না। উত্তেজনাও ছড়িয়েছিল শেষ দিকে। এরই মাঝে গোলশূন্য সমতার দিকে ছুটছিল ম্যাচ। যোগ করা সময়ের প্রথম মিনিটে রবিনিয়ো জুনিয়রের পাস পেয়ে নিচু শটে রোলহেইজার সান্তোসের ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করেন।
আরও পড়ুনএই জয়ে ২০ দলের শীর্ষ প্রতিযোগিতায় ১৬তম স্থানে থেকে রেলিগেশন এড়াল সান্তোস। তবে ম্যাচ বাকি থাকায় তারা এখনই ঝুঁকিমুক্ত নয়। ৩৩ ম্যাচে ৯টি করে জয় ও ড্র নিয়ে সান্তোসের পয়েন্ট ৩৬। ১৭ নম্বরে থাকা ভিটোরিয়ার পয়েন্ট ৩৫। অর্থাৎ, ড্র করলেই তাদের নিচে নেমে যেত নেইমাররা। অন্যদিকে, ৬৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে পালমেইরাস। তাদের চেয়ে ৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ফ্ল্যামেঙ্গো শীর্ষে রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক









