ভিডিও রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৫, ০৩:২৩ দুপুর

গাবতলীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গাবতলীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ছবি: দৈনিক করতোয়া ।

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী সরকারি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা কেন্দ্র সৈয়দ আহম্মেদ কলেজ থেকে গাবতলী মহিলা কলেজে স্থানান্তর করার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে। আজ রোববার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় গাবতলী তিনমাথা মোড়ে এই কর্মসূচি পালিত হয়।

শিক্ষার্থীদের অবরোধের কারণে প্রায় আধাঘণ্টা তিনমাথা মোড় চত্বরসহ তিনটি সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) হুমায়ুন কবিরসহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল আলম আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান। এরপর গাবতলী থানা পুলিশের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।

অবরোধে অংশ নেওয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান রাজের নেতৃত্বে পরীক্ষার্থী আদিল, ইউসুফ আলী, সৈকত, প্রান্ত হোসেন ও শুভ ইসলাম জানান, নির্ধারিত কেন্দ্রটি তাদের কলেজ থেকে অনেক দূরে হওয়ায় সেখানে গিয়ে পরীক্ষা দেওয়া অত্যন্ত কষ্টকর। এতে তাদের শারীরিক ভোগান্তির পাশাপাশি মানসিক চাপও তৈরি হয়। বাধ্য হয়েই তারা সড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচিতে নামে।

আরও পড়ুন

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গাবতলী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাজ জানান, গাবতলী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল আলমের আশ্বাসে আপাতত কর্মসূচি প্রত্যাহার করা হলো। একই সঙ্গে তার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। আন্দোলনে গাবতলী সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাবতলীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ফিলিস্তিনি ইস্যু : ট্রাম্পের প্রস্তাবে না, দ্বি-রাষ্ট্র সমাধান চায় রাশিয়া

কুমিল্লায় ছাত্রলীগের ৪৪ নেতাকর্মী আটক

বগুড়ার শেরপুরে গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন

দাউদ ইব্রাহিমের সঙ্গে নাম জড়ালো নোরা ও শ্রদ্ধার 

মওলানা ভাসানী ছিলেন এক উজ্জল জ্যোতিষ্ক : তারেক রহমান