ভিডিও শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৫, ০১:৪৮ দুপুর

বিহারে এনডিএ জোটের ভূমিধস জয়

বিহারে এনডিএ জোটের ভূমিধস জয়, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহার বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) দাপুটে জয় পেয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড (জেডিইউ), বিজেপি এবং আরও কয়েকটি দল মিলে থাকা এই জোট ২৪৩ সদস্যের বিধানসভায় ২০২টি আসন পেয়েছে। এর মধ্যে ৮৯টি নিয়ে বিজেপি এককভাবে সবচেয়ে বড় দল হয়ে উঠেছে।

অন্যদিকে আরজেডি, কংগ্রেস ও বামদলগুলোর সমন্বয়ে গঠিত মহাগাঁটবন্ধন জোট এবার উল্লেখযোগ্যভাবে পিছিয়ে পড়েছে। নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে দুই দফায়। গত ৬ নভেম্বর প্রথম দফায় ১২১ আসনে ভোট অনুষ্ঠিত হয়। এ দফায় ভোট পড়ে ৬৫ শতাংশের বেশি। পরে ১১ নভেম্বর দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হয় ১২২টি আসনে। এ দফায় ভোট পড়েছিল ৬৮ শতাংশের বেশি। দুই দফা মিলিয়ে প্রায় ৬৭ শতাংশ ভোট পড়েছে এই নির্বাচনে।

গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগণনা। পরে রাতে ভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন। ফলাফল প্রকাশের পর এক বার্তায় এনডিএ জোটকে শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদি বলেছেন, এবারের নির্বাচনে কিছু রাজনৈতিক দল সংখ্যালঘু তোষণের ফর্মুলা অনুসরণ করেছে, কিন্তু বিহারের নারী ও তরুণরা এনডিএ-কে বিজয়ী করেছে।

আরও পড়ুন

আগামী ২০২৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন হবে। সেই নির্বাচনে বিজেপির জয়ের প্রত্যাশা করে মোদি বলেন, গঙ্গানদী বিহার থেকে বাংলায় (পশ্চিমবঙ্গ) প্রবাহিত হয়। বিহার পশ্চিমবঙ্গে বিজেপি’র বিজয়ের পথ তৈরি করে দিয়েছে। বাংলার ভাইবোনদের আশ্বস্ত করছি যে আপনাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গ থেকে জঙ্গলরাজকে উপড়ে ফেলবে। যার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কিছুদিন আগেও সন্দেহ তৈরি হয়েছিল, সেই নীতীশ কুমার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন বলেই রাজনৈতিক মহলে আলোচনা চলছে। অনেকে মনে করছেন, তার প্রত্যাবর্তনের মূল চালিকাশক্তি ছিল ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’। নির্বাচনের আগের দুই মাসে এ কর্মসূচির আওতায় প্রায় এক কোটি ২৫ লাখ নারীকে ১০ হাজার রুপি করে সহায়তা দেওয়া হয়েছে। বিহারের রাজনীতিতে লালু প্রসাদ যাদব ও নীতীশ কুমার-দুজনই সত্তরের দশকের সমাজবাদী 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিহারে এনডিএ জোটের ভূমিধস জয়

গুরুদাসপুরে ‘স্কুল ফিডিং’ কর্মসূচি : শিক্ষার্থীদের মুখে হাসি

মৎস্য ও কৃষির ভান্ডার হাওড় অস্তিত্ব সংকটে! 

জয়পুরহাটের পুনট হাটের জায়গা দখল করে সাড়ে ৪ লাখে বিক্রি

নিরপেক্ষ থাকুন, অন্যায়কারীর পালানোর পথ থাকবে না : গোলাম পরওয়ার

একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল