যুক্তরাজ্যের আন্তর্জাতিকবিষয়ক উন্নয়ন মন্ত্রী জেনি চ্যাপম্যান দুদিনের সফরে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাংলাদেশে এসেছেন। ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
হাইকমিশনের বার্তায় বলা হয়, বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে বাংলাদেশে পৌঁছেছেন জেনি চ্যাপম্যান। তিনি কক্সবাজারে যুক্তরাজ্য-সমর্থিত কর্মসূচি পরিদর্শন করবেন।

নিউজ ডেস্ক


_medium_1763040114.jpg)
_medium_1763038577.jpg)




