ভিডিও বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৫, ০৫:৩৮ বিকাল

হাসপাতাল থেকে ছাড়া পেলেন গোবিন্দ

বলিউড অভিনেতা গোবিন্দ।

সামান্য অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার একদিন পরই ছাড়া পেলেন বলিউড অভিনেতা গোবিন্দ। অতিরিক্ত কাজের চাপ ও স্ট্রেস থাকায় গত মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন; এরপরই তাকে নেওয়া হয় হাসপাতালে।  
 
এর পরদিন বুধবার দুপুরের দিকে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান অভিনেতা। জানালেন, তিনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন।
 
ভারতীয় গণমাধ্যমের খবর, মঙ্গলবার রাতে মারাত্মক মাথাব্যথা ও শারীরিক দুর্বলতা অনুভব করেন এবং এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন। এর পরপরই তাকে জুহুর সাবার্বান হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। খবরটি প্রকাশ্যে আসার পর তার ভক্ত ও অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখার পর দ্রুতই তিনি সুস্থ হয়ে ওঠেন।
 
 
হাসপাতাল থেকে বেরিয়ে অভিনেতা সাংবাদিকদের মুখোমুখি হন। সঙ্গে ভক্তদের আশ্বস্ত করে অভিনেতা বলেন, 'আমি এখন ভালো আছি। গত কয়েকদিন ধরে আমি খুব বেশি কাজ করে ফেলেছিলাম, তাই অসুস্থ হয়ে পড়ি। অতিরিক্ত ব্যায়ামের চেয়ে যোগব্যায়াম ও প্রাণায়ম করা যে শরীরের জন্য অনেক ভালো, সেটাও আমি উপলব্ধি করেছি।'
 
 
অভিনেতার ম্যানেজার শশী সিনহা জানান, মাঝরাতে অসুস্থ হয়ে পড়ায় দ্রুত গোবিন্দাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে একটি নতুন ডায়েট চার্ট মেনে চলার এবং পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের পার্বতীপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ৬

‘লকডাউন’ নিয়ে আতঙ্কের কিছু নেই: ডিবিপ্রধান

বিএনপি ১০০ বছর অপেক্ষা করলেও গণভোট ঠেকাতে পারবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

হাসপাতাল থেকে ছাড়া পেলেন গোবিন্দ

ইরাকের জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শেষ

নওগাঁর রাণীনগরে মাদকসেবীর কারাদণ্ড