ভিডিও বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৫, ১২:২৮ দুপুর

প্রথম ওয়ানডেতে রোমাঞ্চকর জয় পেয়েছে পাকিস্তান

প্রথম ওয়ানডেতে রোমাঞ্চকর জয় পেয়েছে পাকিস্তান, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: সালমান আগার অপরাজিত সেঞ্চুরি ও হারিস রউফের বিধ্বংসী বোলিংয়ে ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাত্র ছয় রানের রোমাঞ্চকর জয় পেয়েছে পাকিস্তান। 

৯৫ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়েছিল স্বাগতিকরা। সেখান থেকে ৮৭ বলে অপরাজিত ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সালমান আগা। তার ব্যাটিংয়ে ৫ উইকেটে ২৯৯ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় পাকিস্তান। শুরুতে ওয়ানিন্দু হাসারাঙ্গা ৫৪ রানে ৩ উইকেট তুলে টপ অর্ডারে ধস নামালেও সালমান হুসেইন তালাতের সঙ্গে ১৩৮ রানের জুটি গড়ে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন। তালাত করেন ৬২। শেষদিকে মোহাম্মদ নওয়াজ ঝড়ো গতিতে খেলে অপরাজিত ৩৬ রানের ইনিংসে স্কোর বাড়াতে সাহায্য করেছেন। ৩০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৩ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। হারিস রউফ ৬১ রানে ৪ উইকেট নিয়ে লঙ্কানদের টপ অর্ডার গুঁড়িয়ে দেন। ভূমিকা রাখেন নাসিম শাহও। তিনি ৫৫ রানে দুটি ও ফাহিম আশরাফ ৪৯ রানে নেন সম সংখ্যক উইকেট।
 
২১০ রানে সাত উইকেট পড়ার পরও অষ্টম উইকেটে নেমে হাসারাঙ্গা ৫৯ রানের ইনিংস খেলে শ্রীলঙ্কাকে লড়াইয়ে রাখার চেষ্টা করেন। কিন্তু তার আউটের পর শেষ আট বলে প্রয়োজনীয় ২১ রান তুলতে ব্যর্থ হয় দলটি। শেষ পর্যন্ত লঙ্কানদের ইনিংস থামে ৯ উইকেটে ২৯৩ রানে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম ওয়ানডেতে রোমাঞ্চকর জয় পেয়েছে পাকিস্তান

একের পর এক কারখানা বন্ধে টালমাটাল অর্থনীতি

ময়মনসিংহে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের দেশত্যাগ

বিদেশমুখী মেধার মিছিলে দেশের ভবিষ্যৎ

মধ্যরাতে ঢাবির পাঁচ স্থাপনায় ছাত্রলীগের তালা