ভিডিও মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১১ নভেম্বর, ২০২৫, ০৩:৩৯ দুপুর

দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় গাড়ির মূল মালিক আটক

দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় গাড়ির মূল মালিক আটক, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় ওই গাড়ির মূল মালিককে আটক করা হয়েছে। চলন্ত হুন্দাই আই২০ গাড়ির ভেতর ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভারতের দিল্লি পুলিশ এ তথ্য জানিয়েছে।

দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচা সাংবাদিকদের বলেন, ধীরে চলা একটি গাড়ি লাল সিগন্যালে থেমেছিল। সেই গাড়িতেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে আশপাশের আরও কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। তদন্ত কর্মকর্তারা জানান, গাড়িটির মূল মালিককে আটক করা হয়েছে। কারণ, ওই গাড়ি এখনো তার নামেই নিবন্ধিত রয়েছে। 

আরও পড়ুন

দিল্লি পুলিশ বলছে, ওই ব্যক্তি ২০১৩ সালে গাড়িটি কিনেছিলেন। পরে তিনি গাড়িটি দিল্লির আরেক ব্যক্তির কাছে বিক্রি করেন। ওই ব্যক্তিও আবার সম্প্রতি গাড়িটি অন্য আরেকজনের কাছে বিক্রি করেছেন। পুলিশ জানিয়েছে, গাড়িটির সর্বশেষ ক্রেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গাড়িটির নম্বরপ্লেট ছিল ভারতের হরিয়ানা রাজ্যের। ওই বিস্ফোরণের ঘটনায় নিহত হওয়ার সংখ্যা ১৩ তে দাঁড়িয়েছে। এ ঘটনায় আজ মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় গাড়ির মূল মালিক আটক

ইধিকা নন শাকিবের নায়িকা হচ্ছেন ফারিণ

দিল্লির ঘটনায় সমস্ত দায়ী ব্যক্তিদের বিচার হবে : মোদি

হাসপাতালে অসুস্থ প্রেম চোপড়া

রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি বন্ধ: স্বরাষ্ট্র উপদেষ্টা

ওয়ানডে সিরিজে মাঠে নামছে পাকিস্তান-শ্রীলঙ্কা