ভিডিও মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১১ নভেম্বর, ২০২৫, ০৫:৩১ বিকাল

আওয়ামী লীগের অবরোধ কর্মসূচির জবাবে জুলাই ঐক্যের পাল্টা কর্মসূচি ঘোষণা

আওয়ামী লীগের অবরোধ কর্মসূচির জবাবে জুলাই ঐক্যের পাল্টা কর্মসূচি ঘোষণা

ঢাবি প্রতিনিধি: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ঘোষিত অবরোধ কর্মসূচির জবাবে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য।

মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির প্রধান সমন্বয়ক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এ কর্মসূচির ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ১২ নভেম্বর “খুনি হাসিনার ফাঁসি” ও “জুলাই সনদ বাস্তবায়নের” দাবিতে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটসহ চারটি বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

এছাড়া ১৩ নভেম্বর আওয়ামী লীগের “নৈরাজ্য ও প্রশাসনের বিতর্কিত ভূমিকার” প্রতিবাদে দেশের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনটি। মোসাদ্দেক আলী অভিযোগ করেন, আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সারা দেশে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ ও সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে। প্রশাসনের নীরব ভূমিকা এসব ঘটনার পৃষ্ঠপোষকতা করছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ ঘিরে রাজধানীতে ইতোমধ্যে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা পরিকল্পিত নৈরাজ্যের অংশ।

আরও পড়ুন

অভিযোগ তুলে তিনি বলেন, “যেসব প্রশাসনিক কর্মকর্তা অতীতে গুম ও হত্যাকাণ্ডে জড়িত ছিলেন, তারা এখনো দায়িত্বে বহাল আছেন— যা দেশের জন্য লজ্জাজনক ও উদ্বেগজনক।”

জুলাই ঐক্যের প্রধান সমন্বয়ক আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই অনুষ্ঠিত হতে হবে। এর বাইরে কোনো সমঝোতা “ছাত্র-জনতা মেনে নেবে না” বলে হুঁশিয়ারি দেন তিনি। “সরকার ও রাজনৈতিক দলগুলো দ্রুত সিদ্ধান্ত না নিলে রাজপথ থেকেই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে,” বলেন মোসাদ্দেক আলী।

সংবাদ সম্মেলনের শেষ দিকে তিনি দাবি করেন, ভারত সীমান্তবর্তী পঞ্চগড় ও কুড়িগ্রাম অঞ্চলে নতুন সেনাঘাঁটি ও স্টেশন নির্মাণ করছে, যা বাংলাদেশের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি। এ বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান জানানোর আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের অবরোধ কর্মসূচির জবাবে জুলাই ঐক্যের পাল্টা কর্মসূচি ঘোষণা

পাবনার সুজানগরে শুঁটকি ব্যবসায়ীদের কারণে পুঁটি মাছের দেখা নেই

আমরা ইশতেহারের চেয়ে পাঁচ গুণ বেশি কাজ করব: ডাকসু ভিপি সাদিক কায়েম

‘এআই’ নিয়ে আর্তেতাকে সতর্ক করলেন ওয়েঙ্গার

এএফসি সভাপতির বাংলাদেশ সফর স্থগিত

বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি ট্রাম্পের