ভিডিও মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১১ নভেম্বর, ২০২৫, ০৩:১১ দুপুর

এবারের বিপিএলে পারিশ্রমিক কমেছে ক্রিকেটারদের

এবারের বিপিএলে পারিশ্রমিক কমেছে ক্রিকেটারদের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : এবারের বিপিএল-এ দল কমার সঙ্গে ক্রিকেটারদের সম্মানীও কমছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। লিগের দ্বাদশ আসরে ‘এ’ ক্যাটেগরির দেশি ক্রিকেটারদের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ টাকা। বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে এ ক্যাটেগরিতে ভিত্তিমূল্য ৩৫ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। ‘এ’ ক্যাটেগরি থেকে একজন করে ক্রিকেটার নিতে পারবে একটি দল। 

অথচ গত বিপিএলে ‘এ’ ক্যাটেগরির দেশি ক্রিকেটার ৮০ লাখ টাকা, বিদেশি ক্রিকেটারের ভিত্তিমূল্য ৮০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছিল। এক লাফে ৩০ লাখ টাকা কমে গেছে দেশীয়দের তালিকায় শীর্ষ ক্যাটেগরিতে। ২০২৪ সালের প্লেয়ার্স ড্রাফটে ‘বি’ ক্যাটেগরির ক্রিকেটারের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। এখন সেটি ৩৫ লাখ টাকা করা হয়েছে। দেশি ক্রিকেটারদের ক্যাটেগরি একটি কমিয়ে ছয়টি করা হয়েছে। বিপিএল পাঁচ দলে সীমিত করায় ৬৫ থেকে ৮০ জন ক্রিকেটার দল পেতে পারেন। কারণ প্রতিটি দলে ১৩ জন দেশি ক্রিকেটার নেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে। সাত দলের বিপিএল হলে ন্যূনতম ৮২ জন, সর্বোচ্চ ১০০ জন দেশি ক্রিকেটার বিপিএল খেলার সুযোগ পেতেন। এবারও বিদেশি ক্রিকেটার নিবন্ধন উন্মুক্ত রাখা হয়েছে। নিলাম থেকে ন্যূনতম দুইজন বিদেশি নিতে হবে প্রতিটি দলকে। বাকিগুলো সরাসরি নেওয়ার সুযোগ থাকবে। 

বিদেশিদের ‘বি’ ক্যাটেগরিতে ২৫ হাজার ডলার, সি ক্যাটেগরিতে ২০ হাজার ডলার, ডি ক্যাটেগরিতে ১৫ হাজার ডলার ও ই ক্যাটেগরিতে ১০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। দেশি ক্রিকেটারদের ‘বি’ ক্যাটেগরিতে ৩৫ লাখ টাকা, ‘সি’ ক্যাটেগরিতে ২২ লাখ টাকা, ‘ডি’ ক্যাটেগরিতে ১৮ লাখ টাকা, ‘ই’ ক্যাটেগরিতে ১৪ লাখ টাকা, ‘এফ’ ক্যাটেগরিতে ১১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

 সরাসরি দলে নেওয়ার সুযোগ থাকায় পাঁচটি ফ্র্যাঞ্চাইজি ১০ জন দেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি সম্পন্ন করে ফেলেছে। মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহানকে রংপুর রাইডার্স, তাসকিন আহমেদ, সাইফ হাসানকে ঢাকা ক্যাপিটালস, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিমকে রাজশাহী অ্যারিয়ার্স, মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে সিলেট টাইটানস, শেখ মেহেদী, তানভীর ইসলাম চট্টগ্রাম রয়্যালসে খেলবেন। 

বিপিএল প্লেয়ার্স ড্রাফট থেকে নিলামে ফিরে গেলেও সিলিং ঠিক করে দিয়েছে গভর্নিং কাউন্সিল। দেশি ক্রিকেটারদের পেছনে সর্বোচ্চ সাড়ে চার কোটি, বিদেশি ক্রিকেটারদের পেছেন সর্বোচ্চ সাড়ে তিন লাখ ডলার ব্যয় করতে পারবে একটি দল। গত আসরে দেশি-বিদেশি ক্রিকেটারদের সম্মানী বাবদ সাড়ে আট কোটি টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী চুক্তি করার সময় ২৫ শতাংশ, লিগ চলাকালে ৫৫ শতাংশ এবং খেলা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে আরও ২৫ শতাংশ সম্মানী পরিশোধ করতে হবে দলগুলোকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবারের বিপিএলে পারিশ্রমিক কমেছে ক্রিকেটারদের

বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায়, কিন্তু আমি নই : জেলেনস্কি

নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে : মির্জা ফখরুল

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল

নেইমারকে নতুন ভূমিকায় ব্রাজিল দলে চান আনচেলত্তি, তবে...

বগুড়ায় হত্যা মামলার রায়ে তিনজনের ফাঁসি