ভিডিও সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৫, ০৬:২৪ বিকাল

নাইজেরিয়ায় দুই গোষ্ঠীর ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২০০

সংগৃহিত,নাইজেরিয়ায় দুই গোষ্ঠীর ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২০০

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় প্রতিদ্বন্দ্বী জিহাদি গোষ্ঠীর মাঝে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০০ জন নিহত হয়েছেন বলে দেশটির গোয়েন্দা সংস্থা, মিলিশিয়া ও জিহাদি সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। 

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, রবিবার দেশটির লেক চাদের কাছের ডোগন চিকু এলাকায় স্থানীয় জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকার (আইএসডব্লিউএপি) সদস্যদের মাঝে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মতাদর্শগত বিভেদের কারণে এলাকার নিয়ন্ত্রণ নিয়ে এই দুই গোষ্ঠীর মাঝে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে।

নাইজেরিয়ার সেনাবাহিনীকে সহায়তাকারী একটি মিলিশিয়া গোষ্ঠী সদস্য বাবাকুরা কোলা বলেন, ‌‌‘‘আমাদের প্রাপ্ত তথ্যানুযায়ী, প্রায় ২০০ জন বোকো হারাম জঙ্গি এই সংঘর্ষে নিহত হয়েছেন।”

তবে বোকো হারামের সাবেক সদস্য বর্তমানে সহিংস পন্থা ত্যাগ করে ওই অঞ্চলের জিহাদি কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, সংঘর্ষে প্রায় ২০০ জন আইএসডব্লিউএপি যোদ্ধা নিহত হয়েছেন এবং তাদের কিছু অস্ত্র জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

বোকো হারাম এই লড়াইয়ে তাদের চার সদস্যকে হারিয়েছে বলে জানিয়েছেন সাবেক ওই যোদ্ধা। নিজেকে ‘সাদিকু’ নামে পরিচয় দিতে চান তিনি। নাইজেরিয়ায় বিভিন্ন জিহাদি গোষ্ঠীর সংঘাত-সহিংসতার কেন্দ্রে রয়েছে বর্নো রাজ্য। এই রাজ্যের রাজধানী মাইদুগুরিতে বসবাসরত সাদিকু বলেন, দুই গোষ্ঠীর মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ হতে যাচ্ছে। কারণ তারা একে অপরের বিরুদ্ধে তীব্র লড়াই শুরু করেছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইজেরিয়ায় দুই গোষ্ঠীর ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২০০

বিশ্ব বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

নীলফামারীর সৈয়দপুরে নাশকতা মামলার পলাতক আসামি ইমরান তৌহিদী গ্রেফতার

দুরারোগ্য রোগে আক্রান্তদের হজের অনুমতি দেবে না সৌদি সরকার : ধর্ম মন্ত্রণালয়  

সিরাজগঞ্জে জমে উঠেছে জলপাইয়ের হাট

বাগেরহাটে ৪ ও গাজীপুরে ৫ সংসদীয় আসনই থাকবে: হাইকোর্ট