ভিডিও সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৫, ০৩:৩৩ দুপুর

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় ৩১ বন্দির মৃত্যু

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় ৩১ বন্দির মৃত্যু, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক:  ইকুয়েডরের এক কারাগারে রোববার (৯ নভেম্বর) সহিংস দাঙ্গায় অন্তত ৩১ জন বন্দির মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উপকূলীয় শহর মাচালার ওই কারাগারে একইদিনে ভিন্ন দুই ঘটনায় ওই প্রাণহানি ঘটে। 

কর্তৃপক্ষের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়, ২৭ জন বন্দি শ্বাসরোধে এবং ফাঁসিতে ঝুলে মারা গেছে। অবশ্য, তাদের মৃত্যুর বিষয়ে বিস্তারিত কোনও তথ্য বিবৃতিতে দেওয়া হয়নি। ওই কারাগারে একইদিন ভিন্ন এক ঘটনায় চার বন্দির মৃত্যু হয়। জানা যায়, সর্বোচ্চ প্রহরা সম্বলিত অবকাঠামোতে বন্দিদের স্থানান্তর করার উদ্যোগ থেকে মারামারি বেঁধে যায়। ট্যাকটিক্যাল পুলিশের হস্তক্ষেপে ওই দাঙ্গা দমন করা হয়।

আরও পড়ুন

বিগত কয়েক বছরে ইকুয়েডরের কারাগারগুলোতে ভয়াবহ দাঙ্গা দেখা দিয়েছে। এসব ঘটনায় শত শত বন্দি প্রাণ হারিয়েছে। প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার প্রশাসন এই সহিংসতার জন্য প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর আধিপত্য ও নিয়ন্ত্রণের লড়াইকে দায়ী করছে। গত সেপ্টেম্বরে ওই একই কারাগারে ভিন্ন গ্যাংয়ের মধ্যে সংঘর্ষের ফলে ১৪ জন নিহত ও ১৪ জন আহত হয়। কয়েকদিন পর, কলম্বিয়া সীমান্তের কাছাকাছি উত্তরাঞ্চলীয় শহর এসমেরালদাসের এক কারাগারে মারামারিতে আরও ১৭ জন প্রাণ হারায়। খবর : রয়টার্স 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় ৩১ বন্দির মৃত্যু

জালিয়াতি কাণ্ডে বিপাকে সংগীতশিল্পী নেহা কক্কর

আসিফের মন্তব্যে বাফুফে’র অসন্তোষ

যুক্তরাষ্ট্রে শাটডাউন অবসানে সমঝোতা

মাইকেল জ্যাকসনের বায়োপিকের টিজারে ২৪ ঘণ্টায় ১১৬ মিলিয়ন ভিউের রেকর্ড

ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে