ঢাবি থেকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার্থীদের
ঢাবি প্রতিনিধি : ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসি ঘেরাও কর্মসূচিতে পুলিশের জলকামান ও লাঠিচার্জের পর ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন—২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
রোববার (৯ নভেম্বর) বিকাল থেকেই ডাকসু ভবনের সামনে জড়ো হয়ে অবস্থান শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
পরে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের প্রতিনিধি সবুজ বলেন, “এই দেশে জন্মানোই যেন অপরাধ। রাষ্ট্র আমাদের দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছে। ছাত্রদের রক্ত দিয়ে রাজনীতি করা হয়, কিন্তু ক্ষমতায় গেলেই ছাত্রদের কথা কেউ মনে রাখে না। আমরা সময় চাইছিলাম, তার বদলে আমাদের ওপর হামলা করা হলো। বিচার দেবো আল্লাহর কাছে।”
আরও পড়ুনআরেক লিখিত পরীক্ষার্থী খাইরুল বলেন, “আগে বলা হতো—সরকারে ছাত্র প্রতিনিধি নেই, তাই শিক্ষার্থীদের কথা কেউ শোনে না। এখন সরকারে দুইজন ছাত্র প্রতিনিধি থাকার পরও তারা আমাদের দিকে ফিরে তাকাননি। আমাদের যৌক্তিক দাবিগুলো যেন নীতিনির্ধারণী মহলে আলোচনা হয়—এই প্রত্যাশায় আমরা ডাকসুতে অবস্থান করছি। আগামী ২৪ ঘণ্টা আমরা এখানে থাকব। যদি এর মধ্যেই আলোচনার আহ্বান আসে, তবে আমরা টেবিলে ফিরে পড়াশোনা শুরু করব। আর না হলে নতুন কর্মসূচি ঘোষণা করব।”
চাকরিপ্রার্থীদের অভিযোগ, পূর্ববর্তী বিসিএসগুলোতে লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য তিন থেকে ছয় মাস সময় দেওয়া হলেও এবার হাতে রাখা হয়েছে মাত্র ৪০ দিন। আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া লিখিত পরীক্ষার জন্য এই সময় মোটেও পর্যাপ্ত নয় বলে তারা দাবি করছেন। পরীক্ষার এ আয়োজনে অন্যায্য বৈষম্য রয়েছে বলেও অভিযোগ শিক্ষার্থীদের।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক









