ঠাকুরগাঁওয়ে বেপরোয়া বাসের ধাক্কায় ঝরে গেল চাঁন মিয়ার প্রাণ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলা ভূূল্লী থানায় বেপরোয়া দ্রুতগামী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম চান মিয়া(৪৭)। তিনি ভূল্লী থানার খুলিশাখুড়ি গ্রামের ইউসুফ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে চান মিয়া তার এক সঙ্গীকে নিয়ে মোটরসাইকেলে বোদা থানার দিকে যাচ্ছিলেন। এ সময় পঞ্চগড় থেকে আসা একটি বেপরোয়া দ্রুতগামী যাত্রীবাহী বাস ভূল্লীর দিকে আসছিল। ভূল্লী বজ্জিরত পাড়া এলাকায় পৌঁছালে বাসের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষে মোটরসাইকেল আরোহী চান মিয়া ও তার সঙ্গী ছিটকে রাস্তায় পরে যান।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই চান মিয়ার মৃত্যু হয়। আহত অপর জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বোদা হাইওয়ে থানার ওসি নির্মল চন্দ্র মহন্ত বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনায় সড়ক আইনে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া, ঘাতক বাসটিকে শনাক্তের জন্য চেষ্টা চলছে।
আরও পড়ুনতিনি আরও জানান, বেপরোয়া গতিতে গাড়ি চালানোই এই দুর্ঘটনার প্রাথমিক কারণ বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক









