বগুড়ার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে পুরস্কার পেলেন হাসান বাসির
স্টাফ রিপোর্টার : অপরাধ দমনসহ ভালো কাজের স্বীকৃতি স্বরুপ পুনরায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে পুরস্কার পেলেন বগুড়া সদর থানার ওসি মো. হাসান বাসির। গতকাল শনিবার বগুড়া পুলিশ লাইন্সে আয়োজিত পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা (পিপিএম) তাকে পুরস্কার হিসাবে ক্রেস্ট প্রদান করেন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হোসাইন মুহাম্মদ রায়হান। এ সময় ঊর্ধ্বতন অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ নিয়ে মোট ৫ বার ওসি হাসান বাসির বগুড়া জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে পুরস্কার পেলেন।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক







