চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালানকৃত ৬টি গবাদিপশু ও ৫০ কেজি বিড়ির মসলা জব্দ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির পৃথক ৩টি অভিযানে ভারত থেকে চোরাচালানে আনা ৪টি গরু, পদ্মা নদীতে ভাসমান ২টি মহিষ এবং ৫০ কেজি ভারতীয় বিড়ি তৈরির মসলা জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয় নি। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) মনোহরপুর, মনাকষা ও মাসুদপুর বিওপির ৩টি বিশেষ টহল দল এসব অভিযান চালায়।
গতকাল শুক্রবার রাত ১১টায় বিজিবি জানায়, গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত দূর্লভপুর, বাবুপুর ও মনাকষা এলাকার সোনাদিয়া, লক্ষী ও চাচ্চুর চর এলাকা থেকে এসব মালমাল জব্দ করা হয়। এসব মালামালের বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।
আরও পড়ুন৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমানদ বলেন, চোরাচালানকৃত মালামাল লুকিয়ে রাখার গোপন তথ্য পেয়ে অভিযান শুরু করা হয়। অভিযানে জব্দ মালামাল চাঁপাইনবাবগঞ্জের শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। সীমান্ত চোরচালান দমনে সম্প্রতি বিজিবি অভিযান জোরদার করেছে বলেও জানান অধিনায়ক মুস্তাফিজ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক









