চাঁপাইনবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক্টর উল্টে চালক নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বালু বোঝাই ট্রাক্টর উল্টে চালক মো. আমিন ওরফে গুধা(৪৫) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা ১১টায় সুন্দরপুর ইউনিয়নের পাঁচরশিয়া গ্রামে একটি ইটভাটার কাছে দুর্ঘটনাটি ঘটে। তিনি সুন্দরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পিরোজপুর নবাব জায়গীর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ট্রাক্টর ভর্তি মাটি নিয়ে যাওয়ার পথে গর্তে পড়ে উল্টে যায়। এসময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে আহত হন আমিন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। সংশ্লিষ্ট ইউপি সদস্য মঞ্জুর হোসেন বলেন, দুর্ঘটনার সময় নিহতের ভাগিনা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। অন্য একটি ট্রাক্টর দিয়ে আমিনের ট্রাক্টরটি সরানোর পর তাকে উদ্ধার করা হয়। তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন।
আরও পড়ুনসদর থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহিন আকন্দ বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক









