সেই দুই শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ার বাবা-মা হারা ছোট্ট দুই শিশু মরিয়ম ও তার ভাই ইসমাইলের সকল দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (৮ নভেম্বর) বিকেলে তারেক রহমানের পক্ষে তাদের খোঁজখবর নিতে উপজেলার মাদারবাড়িয়া গ্রামে আসেন ‘আমরা বিএনপি পরিবার’ নামে একটি সংগঠনের সদস্যরা।
সংগঠনের পক্ষে পাবনা-৩ (ভাঙ্গুড়া-ফরিদপুর-চাটমোহর) আসনের ধানের শীষের প্রার্থী ও কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এতিম ওই দুই শিশুর হাতে অর্থ তুলে দেন। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এড. শামছুর রহমান শিমুল বিশ্বাস শিশু মরিয়ম ও ইসমাইলের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে এই পরিবারের পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার।
অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন সংগঠনের পক্ষে মরিয়ম ও তার ছোট ভাই ইসমাইলের পড়াশোনার জন্য মাসিক শিক্ষাবৃত্তির ঘোষণা দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা প্রমুখ।
আরও পড়ুনপ্রসঙ্গত, উপজেলার মাদারবাড়িয়া গ্রামের দু’শিশু মরিয়ম ও ইসমাইলের হতদরিদ্র বাবা ওয়াজেদ আলী পাঁচ বছর আগে স্ট্রোক করে মারা যান। বাবার মৃত্যুর পর সম্প্রতি মা আজিমা খাতুনেরও মৃত্যু হলে শিশু দু’টি অসহায় হয়ে যায়। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তার পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’ তাদের আর্থিক সহায়তা প্রদান করে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক









