ভিডিও রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৫, ০৯:২৩ রাত

বার্মিজ চাকু, ৫টি ইজিবাইক, ১৫টি ব্যাটারি উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে ইজিবাইক চালক মোফাজ্জল হত্যার রহস্য উম্মোচন : ২ খুনি গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে ইজিবাইক চালক মোফাজ্জল হত্যার রহস্য উম্মোচন : ২ খুনি গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : শাজাহানপুরে চাঞ্চল্যকর গলা কেটে ইজিবাইক চালক মোফাজ্জল (৫২) হত্যা ও ইজিবাইক ছিনতাই ঘটনার রহস্য উদঘাটনসহ হত্যাকান্ডে জড়িত ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া খুনের কাজে ব্যবহৃত বার্মিজ চাকু, রক্তমাখা প্যাণ্ট, ছিনতাই হওয়া ইজিবাইকসহ মোট ৫টি ইজিবাইক, ১৫টি ব্যাটারি এবং খুনের শিকার মোফাজ্জলের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো ধুনট উপজেলার জয়শিং পশ্চিমপাড়া গ্রামের ফিরোজুর রহমানের ছেলে সজিব ওরফে ছোট সজিব (১৯) এবং একই গ্রামের সামছুল হক মন্ডলের ছেলে সজিব ওরফে বড় সজিব (২১)।

আজ শনিবার (৮ নভেম্বর) বিকালে শাজাহানপুর থানা চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিং-এ এসব তথ্য জানান বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মোস্তফা মঞ্জুর পিপিএম। নিহত ইজিবাইক চালক মোফাজ্জল হোসেনের ব্যবহৃত বাটন মোবাইল ফোন সেটের সূত্র ধরে তথ্য-প্রযুক্তির মাধ্যমে খুনিদের শনাক্ত ও গ্রেফতার পূর্বক খুনের রহস্য উম্মোচন করা সম্ভব হয়েছে মর্মে প্রেস ব্রিফিং-এ উল্লেখ করা হয়।

জানা গেছে, প্রতিদিনের মত গত ৪ঠা নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রামের মৃত মোবারক আলীর ছেলে মোফাজ্জল হোসেন ইজিবাইক নিয়া ভাড়ায় চালানোর উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন। অনেক রাত হওয়ার পরও বাড়িতে না ফেরায় স্ত্রী মাবিয়া সুলতানা (৩৬) মুঠো ফোনে কল করে মোফাজ্জলের নাম্বারটি বন্ধ পান।

এরপর থেকেই পরিবারের লোকজন মোফাজ্জলের সন্ধান করতে থাকেন। অপরদিকে পরদিন ৫ই নভেম্বর সকালে বগুড়া শহরের সুলতানগঞ্জ হাই স্কুলের পিছনে সরকারি শাহ্ সুলতান কলেজের দিক থেকে ঢাকা-বগুড়া মহাসড়কের সংযোগস্থলে রাস্তার উত্তর পাশে এক ব্যক্তির গলাকাটা লাশ দেখতে পান পথচারিরা। সংবাদ পেয়ে ওই দিন সকাল ৯টার দিকে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছেন এবং সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যদের মোবাইল ফোনে ধারণকৃত ছবি দেখে তারা নিশ্চিত হন লাশটি মোফাজ্জল হোসেনের।

আরও পড়ুন

এঘটনায় মোফাজ্জলের স্ত্রী মাবিয়া সুলতানা বাদি হয়ে শাজাহানপুর থানায় অজ্ঞাতনামা দুস্কৃতিকারিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই খুনিদের শনাক্ত, গ্রেফতার ও লুণ্ঠিত ইজিবাইক উদ্ধারে মাঠে নামেন শাজাহানপুর থানা পুলিশ ও বগুড়ার গোয়েন্দা পুলিশের যৌথ টিম।

তথ্য-প্রযুক্তির সাহায্যে প্রথমে ইজিবাইক চালক মোফাজ্জল হোসেনের লুণ্ঠিত বাটন ফোনের অবস্থান নির্ণয় করে ধুনট উপজেলার উত্তর নান্দিয়ারপাড়া গ্রামের আমিনুর সরকারের ছেলে সোহেল রানা (২২) কে শনাক্ত করে।

জিজ্ঞাসাবাদে সোহেল রানা জানায়, সে ছোট সজিবের কাছ থেকে ৬শ’ টাকা দিয়ে বাটন ফোনটি কিনেছে। এরপর সোহেল রানাকে সাথে নিয়ে পুলিশ ছোট সজিবের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এবং তার শয়ন কক্ষের বিছানার নিচ থেকে একটি অত্যাধুনিক বার্মিজ চাকু, ৪ফুট লম্বা একটি রশি ও রক্তমাখা একটি থ্রি কোয়ার্টার হাফপ্যাণ্ট উদ্ধার করে।

ছোট সজিবের দেওয়া তথ্য মতে অভিযান চালিয়ে বড় সজিবকে গ্রেফতার করা হয় এবং তার দেওয়া তথ্য মতে লুণ্ঠিত ইজিবাইকসহ মোট ৫টি ইজিবাইক ও ১৫টি ব্যাটারি উদ্ধার করে পুলিশ। গতকাল বিকেলে প্রেসব্রিফিং কালে শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম, ডিবি পুলিশের সদস্য, থানা পুলিশ সদস্যসহ নিহত মোফাজ্জলের স্ত্রী মাবিয়া সুলতানা ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই দুই শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলের ছনপাতা বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালানকৃত ৬টি গবাদিপশু ও ৫০ কেজি বিড়ির মসলা জব্দ

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় সার ব্যবসায়ী নিহত

বগুড়ার শাহজাহানপুরে বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার

দিনাজপুরে হাসপাতালের বেডে নবজাতক রেখে মা উধাও রেখে গেছেন চিরকুট