ভিডিও রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৫, ০৯:০১ রাত

পাবনার চাটমোহরে কৃষক না হয়েও পেলেন প্রণোদনার সার বীজ

পাবনার চাটমোহরে কৃষক না হয়েও পেলেন প্রণোদনার সার বীজ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে কৃষি প্রণোদনা কর্মসূচির সার ও বীজ বিতরণ ও তালিকা তৈরিতে ব্যাপক অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই তালিকা অনুসারে সরকারি সার ও বীজ পেলেন রাজনৈতিক কর্মীরা। তারা কৃষক বা চাষি না হয়েও এ সকল উপকরণ পেয়েছেন বলে অভিযোগ। গত বৃহস্পতিবার বেলা ১১টায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে রবি মৌসুমে সরিষা, গম, সূর্যমুখি, মসুর, খেসারী, অড়হড় ও শীতকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই সার বীজ বিতরণ করা হয়। কৃষক বা চাষি নন-এমন অনেকেই পেয়েছেন এই সার ও বীজ। পরে তারা সেগুলো বিক্রি করে টাকা পকেটে তুলেছেন। আরও অনেকেই এই সার ও বীজ পাবেন।

অভিযোগ একটি রাজনৈতিক দলের কর্মীরা রাজনৈতিক বিবেচনায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সার ও বীজ পেয়েছেন। চা বিক্রেতা, সাইকেল মেকার, বেকার, ভূমিহীন এমন ব্যক্তিরা এই সার ও বীজ পেয়েছেন। অথচ প্রকৃত কৃষক অনেকেই বাদ পড়েছেন এই তালিকা থেকে। এনিয়ে কৃষকদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

আরও পড়ুন

সার ও বীজ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে বিষয়টি উপস্থাপন করা হলে উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী বলেন, যদি এ ধরণের কোন ব্যক্তির নাম তালিকায় থাকে, তাহলে অবশ্যই তার নাম বাদ দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষের সাথে বারবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। উল্লেখ্য রবি মৌসুমে এ উপজেলায় ১০ হাজার ১শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এই সার ও বীজ প্রদান করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই দুই শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলের ছনপাতা বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালানকৃত ৬টি গবাদিপশু ও ৫০ কেজি বিড়ির মসলা জব্দ

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় সার ব্যবসায়ী নিহত

বগুড়ার শাহজাহানপুরে বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার

দিনাজপুরে হাসপাতালের বেডে নবজাতক রেখে মা উধাও রেখে গেছেন চিরকুট