প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৫, ০৫:০৭ বিকাল
বিচ্ছেদের চার বছর পর নতুন অধ্যায়ে সামান্থা
সামান্থা রুথ প্রভু
বিনোদন ডেস্কঃ নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ চার বছর পেরিয়ে গেছে। সময়ের ব্যবধানে সামান্থা রুথ প্রভু যেন নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন। তাঁর এক ইনস্টাগ্রাম পোস্টেই মিলেছে সেই ইঙ্গিত। শুক্রবার রাতে বন্ধুদের সঙ্গে এক ঘরোয়া উদযাপনের মুহূর্ত ভাগ করে নেন তিনি। কিন্তু নজর কাড়ে ছবির এক বিশেষ ফ্রেম—পরিচালক রাজ নিদিমরুর বাহুলগ্না সামান্থা। দুজনের মুখে প্রশান্তির হাসি, চোখেমুখে এক অচেনা উচ্ছ্বাস।
এই ছবিটিই মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়, শুরু হয় জোর জল্পনা। অনুরাগীরা প্রশ্ন তুলেছেন, তবে কি ‘ফ্যামিলি ম্যান’-এর নায়িকা এবার বাস্তব জীবনেও পরিচালকের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন? কারণ, সামান্থার সেই পোস্টের ক্যাপশন যেন নিজেই গল্প বলছে। তিনি লিখেছেন, “গত দেড় বছরে আমি অনেক সাহসী সিদ্ধান্ত নিয়েছি। ঝুঁকি নিয়েছি, নিজের দৃষ্টিভঙ্গির উপর ভরসা রেখেছি। জীবন থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলাই আমার আনন্দ। আজ সেই ছোট ছোট জয়গুলোই আমার উদযাপন।”
‘সাহসী পদক্ষেপ’—এই শব্দবন্ধেই যেন লুকিয়ে রয়েছে সামান্থার জীবনের নতুন অধ্যায়ের ইঙ্গিত। একদিকে রাজের সঙ্গে তাঁর বাড়তে থাকা ঘনিষ্ঠতা, অন্যদিকে সামান্থার এই আত্মবিশ্বাসী ঘোষণা—দুই মিলিয়ে আলোচনায় এখন গোটা দক্ষিণী ইন্ডাস্ট্রি।
বিচ্ছেদের পর বেশ কিছুদিন নিজের কাজে ও আত্মচর্চায় মন দিয়েছিলেন সামান্থা। কিন্তু রাজ নিদিমরুর সঙ্গে তাঁর এই নতুন বন্ধন যে নিছক পেশাদার সম্পর্ক নয়, তা নিয়ে এখন আর কেউ সন্দেহ করছেন না। বলিউড থেকে টলিউড, সর্বত্রই প্রশ্ন একটাই—সামান্থা কি আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন?
যদিও এ নিয়ে মুখ খোলেননি কেউই। তবু নেটিজেনদের চোখে সামান্থা ও রাজের মিলন্তি পোশাক, পাশাপাশি দাঁড়ানো দুজনের স্বাচ্ছন্দ্য—সবই যেন বলছে অন্য গল্প।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1762602347.jpg)




