শীতলক্ষ্যায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ যুবক জয়কৃষ্ণের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
আজ শনিবার (০৮ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন নৌঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জয়কৃষ্ণ (১৮) নরসিংদীর বিশ্বজিৎ সাহার ছেলে।
গতকাল শুক্রবার (০৭ নভেম্বর) রাতে ট্রলার থেকে নামতে গিয়ে অসাবধানতাবশত শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হন।
আরও পড়ুননারায়ণগঞ্জ নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিবুল হাসান জানান, শুক্রবার রাতে রামকৃষ্ণ নামের ওই যুবক টার্মিনাল ঘাটে ট্রলার থেকে নামতে গিয়ে পা ফসকে নদীতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। পরে শনিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হলে সকাল সোয়া ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1762606108.jpg)

_medium_1762604567.jpg)






