গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাদল হত্যার আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাদল চন্দ্র বর্মনকে হত্যার প্রতিবাদে আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে সচেতন এলাকাবাসী। আজ শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের শিবের বাজার এলাকায় ইউনিয়ন পরিষদের সামনে এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা এ কর্মসূচি পালন করেন।
এসময় বক্তব্য রাখেন- নিহতের ছেলে শুভ চন্দ্র বর্মণ, স্ত্রী মমতা রানী, মা রাধিকা রানী, ভাতিজি অনু রানী, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বিমান সাও, ইউপি সদস্য খিজির উদ্দিন মন্ডল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ইউনিয়ন সভাপতি মিলুময় রায়সহ অন্যান্য নেতবৃন্দ।
আরও পড়ুনমানববন্ধনে বক্তারা বাদলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচার নিশ্চিতের দাবি জানান। ১৪ দিনেও কোন আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। শেষে এলাকাবাসী সড়কে বিক্ষোভ মিছিল করে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে স্লোগান দেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1762520274.jpg)






