ভিডিও শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৫, ০৬:২৬ বিকাল

দুদিনের বৃষ্টিতে রাজশাহীতে কৃষকের ফসলের ক্ষতি ১০ কোটি ২৭ লাখ টাকা

দুদিনের বৃষ্টিতে রাজশাহীতে কৃষকের ফসলের ক্ষতি ১০ কোটি ২৭ লাখ টাকা

মাইনুল হাসান জনি, রাজশাহী: মাত্র দুদিনের বৃষ্টিতে রাজশাহী জেলায় প্রায় সাড়ে চার হাজার কৃষকের ২ হাজার ১৫০ বিঘা জমির আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। যা টাকার অঙ্কে ক্ষতি দাঁড়ায় প্রায় ১০ কোটি ২৭ লাখ। গত বুধবার রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টানা দুদিনের বৃষ্টিপাতের কারণে কৃষকদের ক্ষতি নিরুপন শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন উপ-পরিচালক নাসির উদ্দিন।

তিনি বলেন, তাদের চূড়ান্ত তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের পরবর্তী সবজি চাষে প্রণোদনার আওতায় বিনামূল্যে সার-বীজ দিয়ে সহযোগিতা করার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

কৃষি বিভাগ জানিয়েছে, নভেম্বরে অসময়ের দুই দিনের বৃষ্টিতে জেলার ৪ হাজার ২০০ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রাজশাহী জেলায় প্রায় ৬৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এই দুই দিনে বৃষ্টিতে জেলার ২ হাজার ১৫০ বিঘা ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিকর পরিমাণ প্রায় ১০ কোটি ২৭ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে- শাকসবজিতে ২৬৭ লাখ টাকা, রোপা আমনে ১১৬ লাখ টাকা, পেঁয়াজে ১২৭ লাখ টাকা, সরিষাতে ১৮৫ লাখ টাকা।

আরও পড়ুন

নভেম্বরের বৃষ্টি ফসলের জন্য কতটা ক্ষতি করেছে জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাসির উদ্দিন বলেন, নিম্নচাপের কারণে প্রচুর বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে জেলার ২ হাজার ১৫০ বিঘা ফসলি জমিতে প্রায় ১০ কোটি ২৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। নভেম্বরে এমন বৃষ্টি অপ্রত্যাশিত। ইতিমধ্যে আমন ধান কাটা শুরু হয়েছে। কৃষকেরা ধান শুকাতে সমস্যায় পড়বেন।

যারা কাটতে পারেননি, তাদের জমিতে পানি ওঠায় ধানের অপচয় বেশি হয়েছে। রবি ফসলের ক্ষেত্রে ভুট্টা, ডাল-জাতীয় শস্য ও শর্ষে লাগানো দেরি হয়ে যাবে। ফসল লাগাতে দেরি হলে পরে বোরো ফসল লাগাতেও দেরি হয়ে যাবে।

তিনি বলেন, জেলার প্রায় ৪ হাজার ২০০ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের চূড়ান্ত তালিকা মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের পরবর্তী সবজি চাষে প্রণোদনার আওতায় বিনামূল্যে সার-বীজ দিয়ে সহযোগিতা করার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদিনের বৃষ্টিতে রাজশাহীতে কৃষকের ফসলের ক্ষতি ১০ কোটি ২৭ লাখ টাকা

চট্টগ্রামে বাবলা হত্যা মামলা ও গুলির ঘটনায় গ্রেফতার ৬

গাজায় শিগগির মোতায়েন হচ্ছে ২০ হাজার সদস্যের আন্তর্জাতিক বাহিনী

নির্বাচন ও গণভোট ফেব্রুয়ারিতে একই দিনে হতে হবে: মির্জা ফখরুল

দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে কসাইয়ের জরিমানা

মমেক হাসপাতালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ১১৫