ভিডিও শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৫, ০৪:১৪ দুপুর

রামপালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

রামপালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

বাগেরহাটের রামপালে খুলনা-মোংলা মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।

আজ শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে তেতুলিয়া সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. এমরান হোসেন বলেন, মোংলা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস তেতুলিয়া সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসচালক ব্রেক করার চেষ্টা করলে বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন এবং সাতজন গুরুতর আহত হন। আহতরা বাস ও মোটরসাইকেল দুই যানবাহনেরই যাত্রী। তাদের উদ্ধার করে রামপাল উপজেলার ঝনঝনিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি, পরিচয় শনাক্তে কাজ চলছে।

আরও পড়ুন

ফায়ার সার্ভিস কর্মকর্তা এমরান হোসেন আরও বলেন, মোটরসাইকেলে থাকা দুজন পর্যটক ছিলেন। তারা সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে মোংলার দিকে যাচ্ছিলেন।

কাটাখালি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ বলেন, দুর্ঘটনার সময় বাসটি খাদে পড়ে যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

নো হাংকি পাংকি এটা কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ নিহত ২

জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কর্মকর্তা হামিদুর রহমান আর নেই

বিসিবির পক্ষপাতের শঙ্কায় স্বাধীন তদন্ত কমিটির দাবি তামিমের

বগুড়ার কাহালুতে পারিবারিক কলহে জামাইয়ের হাতুড়ির আঘাতে আহত শাশুড়ির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু