জামালপুরে ধধর্ষণের দায়ে চারজনের যাবজ্জীবন
জামালপুর সদরে এক গৃহবধূকে অপহরণের পর ধর্ষণের দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত সবাইকে ৫০ হাজার করে দুই লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। এ অর্থ ভুক্তভোগী পাবেন বলে জানায় আদালত।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. মজনু, হানিফ খন্দকার, মো. মমিন মিয়া ও মো. জহুরুল ইসলাম। তারা সকলেই জেলার মেলান্দহ উপজেলার বাসিন্দা।
আরও পড়ুনরাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সাজাপ্রাপ্ত আসামিরা গৃহবধূর বাবার বাড়ির বাসিন্দা এবং আসামি মো. মজনু দীর্ঘদিন ধরে ভুক্তভোগী গৃহবধূকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। সেই জেরে ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি বিকেলে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাবার পথে গৃহবধূকে অপহরণ করে। পরে অনেক খোঁজাখুঁজির পর আসামি হানিফ খন্দকারের বাড়ি থেকে গৃহবধূকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় গৃহবধূর বাবা বাদী হয়ে জামালপুর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। সেই মামলায়স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







