ভিডিও বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৫, ০৪:৩০ দুপুর

নীরবতা ভেঙে বিরতির কারণ জানালেন কুসুম শিকদার

.
নীরবতা ভেঙে বিরতির কারণ জানালেন কুসুম শিকদার, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী কুসুম শিকদার। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সরব। তবে মাঝে দীর্ঘ সময়ের জন্য কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন এই তারকা। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই নীরবতা ভেঙে বিরতির কারণ জানালেন কুসুম। যেখানে তার মন্তব্যে উঠে এসেছে পেশাদারিত্ব ও প্রতিশ্রুতির গুরুত্ব। অভিনেত্রী জানান, কাজের প্রতি শতভাগ নিষ্ঠা বজায় রাখতে না পারার আশঙ্কা থেকেই তিনি সাময়িকভাবে নিজেকে কাজ থেকে দূরে সরিয়ে নেন। তার মতে, প্রতিশ্রুতি দিয়ে কথা রাখতে না পারা কেবল নিজের নয়, সবার জন্যই ক্ষতিকর।

আরও পড়ুন

কুসুম শিকদার বলেন, ‘কথা দিয়ে কথা না রাখলে সবার ক্ষতি, আমার মনে হচ্ছিল যে, আমার এমন একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি, যে আমি হয়তো কথা দিয়ে অনেক সময় কথা রাখতে পারবো না।’ নিজের এই সমস্যার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তখন আমি নিজেকে সরিয়ে নিয়েছি, যে আপাতত আমি কাজ না করি। যদি কখনো আবার পারি করবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় হামলা, বিএনপির এমপি প্রার্থী গুলিবিদ্ধ

সুদানে জানাজায় হামলা, নিহত ৪০

লালমনিরহাটের তিস্তা ব্যারেজ এলাকা থেকেও দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘা

প্রেমের কাছে যেভাবে হার মানবে হাজার মাইল দূরত্ব

দিনাজপুরে পার্বতীপুরে ট্রান্সফরমার চুরি

চাঁদপুরে পাসপোর্ট করতে এসে আটক দুই রোহিঙ্গা নারী