ভিডিও মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৫, ১০:৩৪ দুপুর

বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ

আয়ারল্যান্ড সিরিজের জন্য সালাউদ্দিনের জায়গায় আশরাফুল

আয়ারল্যান্ড সিরিজের জন্য সালাউদ্দিনের জায়গায় আশরাফুল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং বিভাগ সামলাচ্ছেন গত এক বছর ধরে। তবে ওই সময়ে টাইগার ব্যাটারদের পারফরম্যান্স ছিল নিম্নমুখী। ফলে বিসিবি তাকে সরিয়ে দিচ্ছে বলে গুঞ্জন ছিল। নতুন করে ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে আপাতত আয়ারল্যান্ড সিরিজের জন্য।গতকাল (সোমবার) সভা শেষে এমনটাই জানিয়েছে বিসিবি।

আশরাফুলকে নিয়োগের বিষয়ে বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, ‘প্রথমত আশরাফুলের যে অভিজ্ঞতা আছে সেটা তো আছেই। তারপর কোর্সের ক্ষেত্রে যদি দেখা হয় বিশেষজ্ঞ ব্যাটিং কোর্স করেছে, লেভেল-থ্রি কোচিং কোর্স করেছে। এ ছাড়া আমাদের প্রিমিয়ার লিগ ও বিপিএলে কোচিং করাচ্ছে। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে ওর যে অনেক অভিজ্ঞতা আছে, সেটা যেন শেয়ার করতে পারে আমাদের খেলোয়াড়দের সঙ্গে।’

আরও পড়ুন

সালাহউদ্দিনের প্রতি অনাস্থার কারণেই আশরাফুলকে নিয়োগ দেওয়া দেয়া হয়েছে কি না এমন প্রশ্নে রাজ্জাকের জবাব, ‘সালাহউদ্দিন ভাই কিন্তু সিনিয়র সহকারী কোচ। আসলে কারও ব্যর্থতার জন্য না। ওইখান থেকে সরানো হয়নি কাউকে, আশরাফুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোচিং প্যানেলে আরও একজনকে যুক্ত করা হলো।’পরবর্তীতে লম্বা সময়ের চুক্তিতে আশরাফুলের জাতীয় দলে যুক্ত হওয়া ব্যাটারদের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে বলেও মনে করেন রাজ্জাক, ‘এটা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। ক্রিকেট বোর্ড অবশ্যই এই ব্যাপার নিয়ে আলোচনা করবে। আশরাফুল একটা নতুন জায়গায় আসুক, দেখুক এবং কাজ করুক। দেখা যাক কেমন করে, ফলাফল কী হয়। খুব স্বাভাবিক ব্যাপার পারফরম্যান্সের ওপর সবকিছু নির্ভর করে।’প্রসঙ্গত, ১১ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের সিরিজ। যথাক্রমে সিলেট ও মিরপুরে (দ্বিতীয় টেস্ট শুরু ১৯ নভেম্বর) দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হবে ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর। প্রথম দুটি টি-টোয়েন্টি চট্টগ্রামে হওয়ার পর শেষ ম্যাচ গড়াবে মিরপুরে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসির কাছে ৩১ দফা দাবি পেশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

 চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে মনোনয়ন বঞ্চিতের আগুন

পুতিন-শি জিনপিং দু’জনই শক্তিশালী, বুদ্ধিমান ও কঠোর নেতা : ট্রাম্প

আশরাফুলের কোচ হওয়া প্রসঙ্গে যা বলছেন সাবেকরা

প্রয়াত এন্ড্রু কিশোরের জন্মদিনে আবেগাপ্লুত কনকচাঁপা

নেপালে তুষারধসে বিদেশি পর্বতারোহীসহ নিহত ৭