ভিডিও মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৫, ০৮:২৮ রাত

দীর্ঘ ১৭ বছর পর নির্বাচনে বেগম খালেদা জিয়া

খালেদা জিয়া বগুড়া-৭ এবং তারেক রহমানকে বগুড়া সদরে রেখে বিএনপির প্রার্থীতা ঘোষণা

খালেদা জিয়া বগুড়া-৭ এবং তারেক রহমানকে বগুড়া সদরে রেখে বিএনপির প্রার্থীতা ঘোষণা

স্টাফ রিপোর্টার: দীর্ঘ ১৭ বছর পর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি এবার বগুড়া-৭(গাবতলী-শাজাহানপুর) আসন থেকে নির্বাচনে অংশ নিবেন। এছাড়াও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬(সদর) আসনে নির্বাচন করছেন।

বিএনপির এই শীর্ষ নেতৃবৃন্দের বগুড়া থেকে নির্বাচ করার সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে বগুড়ায় নেতাকর্মীদের মধ্যে আনন্দের ঢেউ উঠেছে। সন্ধ্যায় এই সংবাদ প্রচার হওয়ার পর পরই দলীয় নেতাকর্মীরা শহরের নবাববাড়ি সড়কস্থ দলীয় কার্যালয়ে সমবেত হতে থাকে। তারা শুকরিয়া আদায় করেন। নেতা কর্মীরা আনন্দে একে অন্যেকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করেন। তারা কোলাকুলি করেন।

রাতে দলীয় কার্যালয়ের সামনে থেকে শহরে আনন্দ মিছির বের হয়। দলীয় নেতাকর্মী ছাড়াও শত শত সাধারণ মানুষ আনন্দ মিছিলে যোগ দেন। অঅনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার প্রমুখ। এছঅড়াও বগুড়ার অন্য সংসদীয় আসন থেকে যারা বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন তারা হলেন বগুড়া-১ আসনে আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৩ আসনে আব্দুল মহিত তালুকদার,বগুড়া-৪ আসনে আলহাজ¦ মোশারফ হোসেন, বগুড়া-৫ আসনে গোলাম মোহাম্মাদ সিরাজ। 
 

এদিকে বেগম খালেদা জিয়া এবং তরেক রহমান বগুড়া থেকে নির্বাচন করছেন এমন সংবাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ¦ মোশারফ হোসেন বলেন, তিনি অত্যান্ত খুশি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই প্রথম বগুড়া সদর আসন থেকে নির্বাচন করছেন এটি বগুড়াবাসীর জন্য বড় পাওয়া। তিনি বলেন বেগম খালেদা জিয়া ইতোপূর্বে বগুড়া থেকে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। এবারও এই দুই প্রার্থী দেশের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হবেন। তিনি নিজেও প্রার্থী হতে যতনা খুশি হয়েছেন, তার চেয়ে বেশি খুশি  বগুড়া থেকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান নির্বাচন করায়।  

বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম অনুভূতি ব্যক্ত করতে গিয়ে প্রথমেই আলহাদুলিল্লাহ। এর পর তিনি বলেন, দীর্ঘদিন পর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বগুড়া-৭ আসন থেকে নির্বাচন করছেন। এর আগে বগুড়া -৬ আসনে বগুড়াবাসী তাকে ২ লাখ ২৭ হাজারের বেশি ভোট দিয়ে বিজয়ী করেছিলেন। এবার সদর আসনে তারেক রহমান তারচেয়ে বেশি ভোটে পাবেন ইনশাল্লাহ। তিনি বলেন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বগুড়া থেকে নির্বাচন করছেন এটা বগুড়াবাসীর জন্য ভাগ্যের ব্যপার। যেহেতু তারা বগুড়া থেকে প্রার্থী হয়েছেন আমাদের নেতাকর্মী এবং বগুড়াবাসীর কর্তব্য হলে তাদেরকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করা। এখন থেকেই নেতাকর্মী নির্বাচনী কাজে নেমে পরবেন।

আরও পড়ুন

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, আমাদের সৌভাগ্য যে আমরা বিএনপির চেয়াপার্সন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বগুড়ার দুটি আসনে পাচ্ছি। অঅমরা তাদেরকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করবো। এজন্য বিএনপির নেতাকর্মী সাধারণ বগুড়াবাসীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারণা চালাবেন। তিনি আরও বলেন এই সংবাদে বগুড়াবাসী অত্যান্ত খুশি এবং আনন্দিত। 

বগুড়া-১(সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাবেক এমপি এবং ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম বলেন, আমরা কৃতজ্ঞ যে বিএনপির চেযারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া থেকে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে বগুড়ার মানুষ সর্বোচ্চ ভোটে বিজয়ী করবেন ইনশাল্লাহ। সেই সাথে বগুড়াবাসীও তাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেছে বগুড়া থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ায়। 

বগুড়া-৫ আসনের সাবেক এমপি এবং বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মো. সিরাজ  তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, তিনি ভাষা হারিয়ে ফেলেছেন। বিএনপির চেয়ারপার্সন জীবনে প্রথম যখন বগুড়া থেকে নির্বাচন করেছিলেন আমিও তখন প্রথম নির্বাচন করেছিলাম। এবারও আমান সুযোগ হলো বেগম খালেদা জিয়ার সাথে একই জেলায় নির্বাচন করার। সেই সাথে বগুড়া সদর থেকে বিএনপি আমাকে গত নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছিলো এবার সেই আসন থেকেত প্রথমবারের মত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করছেন। আতি এতে ভাষা হারিয়ে ফেলেছি । এখন আমাদের লক্ষ হলো তাদেরকে বিপুল ভোটে বিজয়ী করা। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার সিনেমায় বক্স অফিসে দাপট রাশমিকার

এলো মনির খানের নতুন গান ‘চোখ ভরে কাঁদবো’

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

১ বছরের আগেই ১ কোটি পেরিয়ে ইমরান-পড়শী’র ‘কথা একটাই’

বনানীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

রংপুরের ৬ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা