ভিডিও বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৫, ০৬:৫২ বিকাল

মহেশপুর সীমান্তে নারীসহ ৭ বাংলাদেশি আটক

মহেশপুর সীমান্তে নারীসহ ৭ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের অভিযোগে নারীসহ ৭ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

আজ সোমবার (৩ নভেম্বর) সকাল ৯টায় ও সাড়ে ৭টায় বাঘাডাঙ্গা ও কুমিল্লাপাড়া বিওপির সদস্যরা তাদের আটক করে। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটকরা হলেন- যশোর জেলার বাঘারপাড়া থানার দরাজহাট গ্রামের তিলক কুমার পালের ছেলে মোহন কুমার পাল, ফরিদপুর জেলার ভাংগা থানার আজিমনগর গ্রামের খোকন কাজীর ছেলে সজিব কাজী (২৩) এবং ঝালকাঠী জেলার রাজাপুর থানার নৈকাঠী গ্রামের এনায়েত হোসেনের ছেলে মো. জাফরান (৩১)।

আরও পড়ুন

মুন্সি ইমদাদুর রহমান জানান, কুমিল্লাপাড়া ও বাঘাডাঙ্গা বিওপির সদস্যরা সীমান্ত পিলার-৬০/৬০-আর ও ৬০/৭৩-আর সংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালায়। অভিযানকালে ৪ জন নারী ও ৩ জন পুরুষ বাংলাদেশিকে আটক করে বিজিবি সদস্যরা। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, আটক নারীদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। পুরুষ তিনজনকে মামলার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি এখন বিশ্বের সবচেয়ে সুখী মানুষ: হামজা চৌধুরী

হোটেল রমনার পাশের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

নিরাপত্তা পরিষদে গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা পাস

গভীর রাতে গুলিস্তানে মার্কেটে আগুন

আগারগাঁওয়ে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন

ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক : মির্জা ফখরুল