ভিডিও মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৫, ০৬:১৩ বিকাল

চাঁদপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

চাঁদপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

চাঁদপুরের দক্ষিণ মতলব উপজেলায় সাপের কামড়ে শারমিন আক্তার (২১) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৩ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার নবকলস গ্রামে নানার বাড়িতে তিনি মারা যান।

শারমিন আক্তার মতলব পৌরসভার নিলক্ষ্মী গ্রামের মো. হান্নান মীরের মেয়ে। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নয়ারহাট পাটোয়ারীর বাড়ির রাজু পাটোয়ারীর সঙ্গে দুই বছর আগে তার বিয়ে হয়। তিন মাস আগে স্ট্রোকে স্বামী রাজু পাটোয়ারীর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে নয় মাসের একটি কন্যাসন্তান রয়েছে তাদের। সুখের সংসার ভেঙে যায় তিন মাস আগে স্বামীর অকালমৃত্যুতে। সেই শোক কাটতে না কাটতেই সাপের কামড়ে প্রাণ হারালেন একমাত্র সন্তানের জননী শারমিন আক্তার।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, ১ নভেম্বর সন্ধ্যায় শারমিন টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হন। এ সময় পায়ে বিষধর সাপ কামড় দেয়। তিনি চিৎকার দিলে পরিবারের লোকজন ছুটে আসে, তবে ততক্ষণে সাপটি পালিয়ে যায়। ধীরে ধীরে শারমিনের শরীর খারাপ হতে থাকে। প্রথমে স্থানীয় এক কবিরাজের কাছে চিকিৎসা নেন তিনি। পরে অবস্থা গুরুতর হলে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা ও অ্যান্টিভেনম দেওয়ার পর তিনি বাড়ি ফিরে আসেন। কিন্তু সোমবার ভোরে নানার বাড়িতে তার মৃত্যু হয়।

নিহতের বাবা মো. হান্নান মীর বলেন, সাপে কামড় দেওয়ার পর কবিরাজ দিয়ে প্রাথমিক চিকিৎসা করি। এরপর ২ নভেম্বর মেয়েকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসা ও অ্যান্টিভেনম দেওয়ার পর বাড়িতে নিয়ে আসি। গতকাল মেয়েটা মোটামুটি সুস্থ ছিল। কিন্তু আজ ভোরে নবকলস গ্রামে নানার বাড়িতে মারা গেছে। সকাল ১০টায় তার মরদেহ দাফন করা হয়েছে। তিন মাস আগে আমার মেয়ের স্বামী স্ট্রোকে মারা গেছে। এখন নয় মাসের নাতনিটাকে নিয়ে কী করব, বুঝতে পারছি না। আল্লাহ কেন আমার মেয়েটাকে নিয়ে গেলেন!

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার সিনেমায় বক্স অফিসে দাপট রাশমিকার

এলো মনির খানের নতুন গান ‘চোখ ভরে কাঁদবো’

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

১ বছরের আগেই ১ কোটি পেরিয়ে ইমরান-পড়শী’র ‘কথা একটাই’

বনানীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

রংপুরের ৬ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা