ভিডিও সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৫, ১২:২৫ দুপুর

শুরু হয়েছে একাদশে ভর্তি হওয়াদের রেজিস্ট্রেশন, চলবে ১৬ নভেম্বর পর্যন্ত

শুরু হয়েছে একাদশে ভর্তি হওয়াদের রেজিস্ট্রেশন, চলবে ১৬ নভেম্বর পর্যন্ত, ছবি: সংগৃহীত।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারছেন। এই কার্যক্রম চলবে আগামী ১৬ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। দেশের ১১টি শিক্ষা বোর্ডের সমন্বয়ে গঠিত বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা বোর্ডগুলোর আওতাধীন সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তি ওয়েবসাইটের (https://www.xiclassadmission.gov.bd) College Login প্যানেলে (প্রতিষ্ঠানের EIIN  নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে) লগইন করে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন তথ্য অনলাইনে প্রেরণ করতে হবে।এতে আরও বলা হয়েছে, আগামী ১৬ নভেম্বর বিকেল ৫টার মধ্যে প্রতিষ্ঠান কর্তৃক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় সব তথ্য অনলাইনে প্রেরণের কাজ সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না হলে পরবর্তীতে উদ্ভূত কোনো জটিলতার দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না বলে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন

অন্যদিকে আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তির জন্য তিন ধাপে আবেদন নেওয়া হয়। এতে মোট ১০ লাখ ৬৬ হাজার ১৬৩ জন শিক্ষার্থী আবেদন করে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত শিক্ষার্থীরা গত ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি হওয়ার সুযোগ পান। এরপর ১৫ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে তাদের ক্লাস শুরু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরু হয়েছে একাদশে ভর্তি হওয়াদের রেজিস্ট্রেশন, চলবে ১৬ নভেম্বর পর্যন্ত

টাঙ্গাইলে সড়ক দূর্ঘটনায় নিহত ২

তাইওয়ানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার পরিণাম জানে চীন: ট্রাম্প

বিসিবিতে রুবাবা এলেন এনএসসি’র পরিচালক হয়ে 

শীতে এসি যত্নে রাখবেন যেভাবে

ঢাকায় অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স’