দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জিং টার্গেট দিলো ভারত
দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্দানার ব্যাটে দারুণ শুরু পেয়েছিল ভারত। ওপেনারদের গড়ে দেয়া শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে মিডল অর্ডার ব্যাটাররা দলকে বড় সংগ্রহ এনে দিয়েছেন। বিশেষ করে দিপ্তি শর্মা ও রিচা ঘোষের আক্রমণাত্মক ব্যাটিংয়ে বড় সংগ্রহ পেয়েছে ভারত।
রোববার (২ নভেম্বর) নভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৯৮ রানের সংগ্রহ পায় ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৮৭ রানের ইনিংস খেলেন ওপেনার শেফালি ভার্মা। এছাড়া ৫৮ রান করেন দীপ্তি শর্মা।
আরও পড়ুনমন্তব্য করুন










