নারী বিশ্বকাপ ফাইনাল : টস জিতে ফিল্ডিংয়ে দক্ষিণ আফ্রিকা
নারী ওয়ানডে ক্রিকেট আজ পেতে যাচ্ছে এক নতুন বিশ্বচ্যাম্পিয়ন। নারী বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডকে ছাড়া অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপের মেগা ফাইনাল। নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আজ শিরোপার লড়াইয়ে স্বাগতিক ভারতের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা।
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস সম্পন্ন হয়নি। মুম্বাইয়ে বৃষ্টি থামার পর টসে হেরেছেন ভারতের অধিনায়ক হারমনপ্রীত। টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় সাড়ে ৫টায় শুরু হবে খেলা। আবারও বৃষ্টি বাধা না হলে খেলা হবে পুরো ৫০ ওভারই।
ফাইনালের মেগা লড়াইয়ে একাদশে কোনো পরিবর্তন আনেনি দুই দল। সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের জন্য অতিরিক্ত দুই ঘণ্টা সময় রাখা হয়েছে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটার আগে খেলা শুরু করা গেলে ওভার কমানো হবে না। কমপক্ষে ২০ ওভারের ম্যাচের জন্য খেলা শুরুর শেষ সময় রাত ৯.৩৮ মিনিট। তখনও খেলা শুরু করা না গেলে ম্যাচ যাবে রিজার্ভ ডে তে। যদি আজ বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে, তাহলে ম্যাচ কাল একই অবস্থা থেকে পুনরায় শুরু হবে।
দুই দল নানা চড়াই-উতরাই পেরিয়ে ফাইনালে উঠেছে। দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্বে ৬৯ ও ৯৭ রানে অলআউট হওয়ার লজ্জা সামলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। অন্যদিকে ভারত গ্রুপ পর্বে শীর্ষ তিন দলের (অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা) কাছে হারলেও সেমিফাইনালে নিজের জাত চেনায়। সেমিতে তারা টুর্নামেন্টের পরাশক্তি অস্ট্রেলিয়াকে হারিয়ে অঘটন ঘটায়। একইভাবে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নেয়।
আরও পড়ুনভারত একাদশ: শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, জেমাইমা রদ্রিগেজ, হারমানপ্রীত কৌর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটকিপা), দীপ্তি শর্মা, আমানজোত কৌর, রাধা যাদব, ক্রান্তি গৌড়, শ্রী চরণী ও রেনুকা সিং।
দক্ষিণ আফ্রিকা একাদশ: লরা ভলভার্ট (অধিনায়ক), তাজমিন ব্রিটস, আনিকা বশ, সুনে লুস, মারিজান কাপ, আনেরি ডের্কসেন, সিনালো জাফতা (উইকেটকিপার), ক্লোয়ি ট্রাইওন, নাদিন ডি ক্লার্ক, আয়াবঙ্গা খাকা ও ননকুলুলেকো এমলাবা।
মন্তব্য করুন










