করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ, বগুড়ায় নার্সারি শ্রেণি হতে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তি বিজ্ঞপ্তি
করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ, বগুড়ায় নার্সারি শ্রেণি হতে ৯ম শ্রেণি পর্যন্ত সীমিত সংখ্যক আসনে ছাত্র-ছাত্রী ভর্তি বিজ্ঞপ্তি

বিশেষ দ্রষ্টব্যঃ
* শিক্ষার্থীদের জন্য পরিবহন ব্যবস্থা ।
* ছাত্র ও ছাত্রীদের আলাদা আলাদা ভবনে পাঠদানের ব্যবস্থা ।
* নার্সারি থেকে সকল শ্রেণির শিক্ষার্থীদের সফটওয়্যারের মাধ্যমে হাজিরা নেওয়া ।
* শীতাতপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাবে নার্সারি থেকে সকল শ্রেণির শিক্ষার্থীর পাঠদানের এবং হাতে কলমে শিক্ষাদানের ব্যবস্থা ।
* প্রতিষ্ঠানে ক্লোজড সার্কিট টেলিভিশন ক্যামেরার সাহায্যে শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলীর সার্বিক কর্মকান্ডের ও গতিবিধির উপর নজর রাখা ।
* অধ্যায়ভিত্তিক পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি নিশ্চিতকরণ ও নিবিড়ভাবে মূল্যায়ন করা ।
* বিজ্ঞান ল্যাব, গ্রন্থাগার এবং বিভিন্ন কো-কারিকুলার ইত্যাদি রুটিনে অন্তর্ভুক্তিকরণ এবং সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক শিক্ষাদান ।
* শীতাতপ নিয়ন্ত্রিত ডিজিটাল স্ক্ৰীনসহ সুবিশাল অডিটোরিয়াম যেখানে অভিভাবক সমাবেশ, বিভিন্ন
অনুষ্ঠান, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা, বিতর্ক ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় ।
* ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ১৭০ জন শিক্ষার্থীর মধ্যে ১২৫ জন GPA-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে যা শতকরা ৭৩.৫৩% এবং পাশের হার শতভাগ ।
আবেদনের সময় যা লাগবে : সংগ্রহকৃত ভর্তি ফরমের সাথে জন্মনিবন্ধনের ফটোকপি, সদ্যতোলা দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।
অসিত কুমার সরকার
অধ্যক্ষ
করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ, বগুড়া
যোগাযোগঃ ০২৫৮৮৮৭৭১৮১, ০১৭১৩-২২৮৪৪৩
E-mail: kmsc2001@gmail.com
web: kmsc.edu.bd
মন্তব্য করুন










