ভিডিও বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

বায়ার্ন মিউনিখের নতুন ইতিহাস 

বায়ার্ন মিউনিখের নতুন ইতিহাস, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে উড়ন্ত ফর্মে আছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। একের পর এক ম্যাচে জয়ে পেয়েই যাচ্ছে কম্পানির দল। এবার এক ইতিহাসই গড়ে ফেলল তারা। মৌসুম শুরুতে টানা জয়ের রেকর্ড গড়েছেন জার্মান চ্যাম্পিয়নরা।

বুধবার (২৯ অক্টোবর) ঘরোয়া লিগ ডিএফবি পোকালের দ্বিতীয় রাউন্ডে কোলনের মুখোমুখি হয় বায়ার্ন। কোলনকে ৪-১ গোলে হারায় তারা। আর তাতে গড়ে ফেলে ইতিহাস। মৌসুমের শুরুতে টানা ১৪ ম্যাচ জয়ের কীর্তি গড়ে বায়ার্ন, যা ইউরোপের শীর্ষ পাঁচ লিগে আগে কোনো দলই করতে পারেনি। বায়ার্ন এবার পর্যন্ত বুন্দেসলিগা, জার্মান কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে সব ম্যাচেই জয় পেয়েছে। কোলনের বিপক্ষে জয়ে ১৯৯২-৯৩ মৌসুমে এসি মিলানের টানা ১৩ ম্যাচ জয়ের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে বায়ার্ন।

আরও পড়ুন

যদিও কোলনের মাঠে প্রথমেই গোল খেয়ে বসে বায়ার্ন। তবে এরপর ঘুরে দাঁড়িয়ে চার গোল দেয় তারা। বায়ার্নের হয়ে জালের দেখা পান কেইন, দিয়াজ এবং অলিসে। জোড়া গোল করেন হ্যারি কেইন। চলতি মৌসুমে কেইনকে থামাতে পারছে না কেউ। এরই মধ্যে ১৪ ম্যাচ খেলে ২২ গোল করে ইউরোপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন ইংলিশ এই স্ট্রাইকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বায়ার্ন মিউনিখের নতুন ইতিহাস 

‘দম’ এর মহরতে নজরকাড়া পূজার সঙ্গে চঞ্চল-নিশো

চান্দিনায় ঘুমন্ত সৎমাকে কুপিয়ে হত্যার অভিযোগ

চীনা পণ্যে ১০ শতাংশ শুল্ক কমালো ট্রাম্প

লরিয়ঁর মাঠে পয়েন্ট খোয়াল পিএসজি

পাকিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষে, ছয় সেনাসহ নিহত ৭