পোরশায় সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ
পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় নিতপুর কপালীর মোড়ে সড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় সড়কের দু’পাশে অবৈধভাবে নির্মাণ করা স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম বলেন, আজকের পর থেকে এখানে সরকারি জায়গার উপর কাউকে স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। বিষয়টি নিয়ে মনিটরিং করা হবে।
আরও পড়ুনমন্তব্য করুন









