ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাড়ি থেকে ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় মাহবুবুর রহমান খান টিটু (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে পৌর এলাকার পূর্ব মেড্ডার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি ওই এলাকার মহিউদ্দিন খানের ছেলে। ওই বাড়িতে একা বসবাস করতেন মাহবুবুর রহমান খান।
আরও পড়ুনপুলিশ জানায়, মাহবুবুর রহমান পূর্ব মেড্ডা এলাকায় নিজ বাড়িতে একা বসবাস করতেন। ২৭ অক্টোবর সর্বশেষ তিনি বোনের সঙ্গে মোবাইলে কথা বলেন। বৃহস্পতিবার তার বোন খবর নিতে ওই বাড়িতে আসেন। তখন প্রতিবেশীরা জানান ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এ অবস্থায় পুলিশকে খবর দিলে ওই ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াসিম জানান, ধারণা করা হচ্ছে তিন-চারদিন আগে ওই ব্যক্তি মারা গেছেন। মরদেহ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন









