জন্মান্ধ প্রবীণ গফুর মল্লিকের পাশে দাঁড়ালেন তারেক রহমান
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরের প্রেক্ষিতে— লন্ডনে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান জন্মান্ধ প্রবীণ গফুর মল্লিকের পাশে দাঁড়িয়েছেন। জীবনের শেষ প্রান্তে বেঁচে থাকার লড়াই করা ভূমিহীন ও নিঃসন্তান গফুর মল্লিক রাজবাড়ী সদর উপজেলার খোলা বাড়িয়া গ্রামে বসবাস করেন।
‘জীবনের শেষ প্রান্তে বেঁচে থাকার লড়াইয়ে অন্ধ গফুর!’— এই শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর সম্প্রতি তারেক রহমান-এর দৃষ্টিগোচর হয়। এরপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন— গফুর মল্লিকের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে।
অতঃপর আজ বৃহস্পতিবার, দুপুর ১২টায় (৩০ অক্টোবর ২০২৫) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে প্রবীণ গফুর মল্লিকের সাথে সাক্ষাৎ করতে যান— ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। এই সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এসময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে উপস্থিত ছিলেন— সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন ও শাকিল আহমেদ।
আরও পড়ুনএছাড়া আরও উপস্থিত ছিলেন— জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডাঃ জাহিদুল কবির জাহিদ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, গুলশান বিএনপি নেতা মোঃ ফরিদ হাসান, রাজবাড়ী জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম এ খালেদ।
এদিকে, রাজবাড়ী জেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া, জেলা বিএনপি’র অন্যতম সদস্য ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রবীণ গফুর মল্লিকের সাথে সাক্ষাৎ করে তার প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন আতিকুর রহমান রুমন। এছাড়া গফুর মল্লিকের হাতে আর্থিক সহায়তা তুলে দেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মন্তব্য করুন










