কারাবাও কাপ
লিভারপুলকে বিদায় করে কোয়াটারে ক্রিস্টাল প্যালেস
স্পোর্টস ডেস্ক : আরও একবার মুখ থুবড়ে পড়লো আর্নে স্লটের তরুণ দল। ইসমায়িলা সারের জোড়া গোলে লিভারপুলকে ৩-০ ব্যবধানে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ক্রিস্টাল প্যালেস।
অলিভার গ্লাসনারের অধীনে প্যালেস এবার তৃতীয়বারের মতো লিভারপুলকে হারালো-কমিউনিটি শিল্ড, প্রিমিয়ার লিগের সেলহার্স্ট পার্ক জয়ের পর এবার অ্যানফিল্ডে বড় জয় পেলো তারা। প্রথমার্ধে সারের দুই গোল এবং শেষ মুহূর্তে ইয়েরেমি পিনোর দারুণ শটে নিশ্চিত হলো প্যালেসের জয়। বিপরীতে, টানা ছয় ম্যাচে ষষ্ঠ পরাজয়ে ডুবে গেল স্লটের লিভারপুল।
আরও পড়ুনম্যাচের শুরুতে তরুণ রিও এনগুমোহা ও কিয়ারান মরিসনের প্রচেষ্টায় আশাবাদী সূচনা করেছিল লিভারপুল। কিন্তু বিরতির আগেই ধাক্কা খায় তারা। ৪১ মিনিটে জো গোমেজের ভুলে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে সার প্রথম গোল করেন। এরপর ৪৫ মিনিটে পিনোর সাথে দারুণ সমন্বয়ে দ্বিতীয় গোলটি করেন সেনেগাল তারকা।
মন্তব্য করুন






.jpg_medium_1761752902.jpg)



