ভিডিও বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৫ অক্টোবর, ২০২৫, ০৫:০০ বিকাল

টানা জয়ের বিশ্বরেকর্ড গড়ল মরক্কো

টানা জয়ের বিশ্বরেকর্ড গড়ল মরক্কো, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : গত বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে চমক দেয়া মরক্কো এবার বিশ্বকাপের বাছাই পর্বে গড়ে ফেলল এক অসাধারণ কীর্তি। জাতীয় দলের টানা সবচেয়ে বেশি ম্যাচ জেতার নতুন বিশ্ব রেকর্ড এখন এককভাবে তাদের দখলে। আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে স্পেনকে পেছনে ফেলল ‘আটলাস লায়ন্স’ নামে পরিচিত দলটি।

এই জয় নিয়ে টানা ১৬ ম্যাচে জয়ের দেখা পেল মরক্কো। এর আগে টানা ১৫ জয়ের রেকর্ডটি ছিল স্পেনের দখলে। কঙ্গোর বিপক্ষে এই জয়ের মাধ্যমে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে বিশ্বকাপ বাছাই শেষ করল মরক্কো। ‘ই’ গ্রুপে নিজেদের আটটি ম্যাচের সবকটিতেই জয় তুলে নিল তারা, যেখানে বিশ্বকাপের মূল পর্বে খেলা আগেই নিশ্চিত করেছিল দলটি।

মরক্কোর এই অপ্রতিরোধ্য জয়রথ শুরু হয়েছিল গত বছরের মার্চ মাসের পর থেকে। সে সময় মৌরিতানিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। এরপর ১৯ মাসের এই অবিশ্বাস্য পথচলায় সাতটি বিশ্বকাপ বাছাই ম্যাচ, ছয়টি আফ্রিকা কাপ অব নেশন্স বাছাই ম্যাচ এবং তিনটি প্রীতি ম্যাচে টানা জয় তুলে নেয় তারা। এই ১৬ ম্যাচে মরক্কো প্রতিপক্ষের জালে মোট ৫০টি গোল করেছে, আর হজম করেছে মাত্র চারটি। তাদের রক্ষণভাগ ছিল কার্যত দুর্ভেদ্য।

আরও পড়ুন

স্পেন তাদের টানা ১৫ জয়ের রেকর্ড গড়েছিল ২০০৮ সালের জুন থেকে ২০০৯ সালের জুন পর্যন্ত। সেই সময়ে তারা ৩৯ গোল করলেও মাত্র দুটি গোল হজম করেছিল। এবার তাদেরকে ছাপিয়ে নতুন ইতিহাস গড়েছে আফ্রিকার দলটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইভ্যালির রাসেল-শামীমার ৫ বছরের কারাদণ্ড

শেখ হাসিনাকে ‘অবৈধভাবে’ দেওয়া ডাকসুর আজীবন সদস্যপদ বাতিল

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

ধানের শীষের প্রার্থী কাজী রফিকের সোনাতলায় গণসংযোগ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

বগুড়া-১ আসনে এনসিপি’র মনোনয়ন ফরম কিনলেন গোলাম রাব্বী হাসান