ভিডিও রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৫ অক্টোবর, ২০২৫, ০২:৩৯ দুপুর

দিন শেষে একটু হতাশা রয়েই গেলো : হামজা

দিন শেষে একটু হতাশা রয়েই গেলো : হামজা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : হামজা চৌধুরীর বাংলাদেশ দলে অন্তর্ভূক্তির পর এশিয়ান কাপ বাছাইয়ের চারটি ম্যাচ খেলা হয়ে গেলো। অর্জন কেবল ভারত ও মঙ্গলবার হংকংয়ের বিপক্ষে ড্র। দুই পয়েন্ট পাওয়া বাংলাদেশের এখন বাকি দুই ম্যাচ শুধুই আনুষ্ঠানিকতা। রক্ষণের খেলোয়াড় হয়েও বাংলাদেশের জার্সিতে ৫ ম্যাচ (একটি ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ) খেলে দুটি গোলও করেছেন হামজা।

হংকংয়ের বিপক্ষে ঢাকার ম্যাচে গোল করে লিড এনে দিয়েছিলেন। আজকের ম্যাচে ওপরে-নিচে খেলে বাংলাদেশের চালিকা শক্তিতে পরিণত হয়েছিলেন তিনি। হংকং যখন ১০ জনের দলে পরিণত হয় তখন হামজা নিশ্চয়ই প্রত্যাশা করেছিলেন, হয়তো ম্যাচটি জিতেই ঢাকায় ফিরতে পারবেন। তবে একটি গোল করে ম্যাচে ফেরা হলেও জয়ের দেখা পায়নি হামজা-শামিতদের বাংলাদেশ। এটা হামজার জন্য হতাশারই। তাই তো ম্যাচের পর লেস্টার সিটির এই তারকা ফুটবলার প্রতিক্রিয়াতেও তা প্রকাশ করেছেন। হামজা চৌধুরী বলেছেন, ‘দারুণ ও উঁচুমানের অভিজ্ঞতা হয়েছে এখানে। এই স্টেডিয়ামটিও সম্ভবত সেরাদের মধ্যে একটি। পরিবেশটা অসাধারণ, গোলপোস্টের পেছনে থাকা সমর্থকদের উচ্ছ্বাস দেখলেই বোঝা যায়, তারা কতটা দুর্দান্ত। ফুটবলে এটাই তো চাই।’

আরও পড়ুন

এশিয়ার ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য মাঠে এমন সমর্থক দরকার উল্লেখ করে হামজা বলেছেন, ‘ফুটবলে এমনটি দরকার। বিশেষ করে এশিয়ায়। এই খেলাটা আরও বড় হোক, বিশ্বমঞ্চে জায়গা পাক। এ জন্য ধন্যবাদ জানাই হংকংয়ের সমর্থকদের। অবশ্যই ধন্যবাদ জানাই বাংলাদেশি সেই সমর্থকদেরও, যারা এখানে পর্যন্ত ভ্রমণ করে এসেছে। আমাদের সামনে আবারও কিছু তৈরি করার মতো ভিত্তি তৈরি হয়েছে, তবে দিন শেষে একটু হতাশা রয়েই গেলো।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে ‘ইকবাল ও নজরুলের দর্শনে জাগরণের দর্শন’ বিষয়ক দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

আজ অন্যরকম এক মাইলফলকের সামনে কোচ গার্দিওলা

ঢাবি শীতকালীন বইমেলার আজ শেষ দিন

চার বছরের শিশুকে ঘুম থেকে তুলে নিয়ে ধর্ষণ

অবশেষে জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলেন কিউবা মিচেল

ইউক্রেনে আবাসিক ও জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ১১