ভিডিও শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৪ অক্টোবর, ২০২৫, ০১:৪৩ দুপুর

শিক্ষকদের ফোন করে লং মার্চ না করার আহ্বান হাসনাত আবদুল্লাহর

শিক্ষকদের ফোন করে লং মার্চ না করার আহ্বান হাসনাত আবদুল্লাহর।

বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে শহিদ মিনারে অবস্থান কর্মসূচিতে থাকা এমপিওভুক্ত শিক্ষকদের দুপুর ১২টায় সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ করার কথা ছিল। তবে এ লং মার্চ ‘এখনই না করার’ আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীকে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে কল করে এ আহ্বান জানান তিনি। অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী কর্মসূচিস্থলে মাইকে এ ঘোষণা দেন। শিক্ষক নেতা অজিজী বলেন, এনসিপি নেতা, আমাদের পাশে সবসময় যিনি থেকেছেন, সেই হাসনাত আবদুল্লাহ এইমাত্র আমাকে মোবাইলে কল করেছিলেন। তিনি জানিয়েছেন, সচিবালয়ে শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে একটা মিটিং চলছে। সেখান থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত লং মার্চ টু সচিবালয় কর্মসূচিতে না যেতে আহ্বান জানিয়েছেন তিনি। আমরাও সিদ্ধান্ত নিয়েছি, মন্ত্রণালয়ের বৈঠকে কী সিদ্ধান্ত আসে তা দেখে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় শহিদ মিনারে উপস্থিত হন হাজার হাজার শিক্ষক। মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে ও পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সোমবার সকাল থেকে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। ফলে দেশের বিভিন্ন স্থানে স্কুল–কলেজে ক্লাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত বোনকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শেষ বিদায় জানাল বাংলাদেশি ভাই ও স্বজনরা

বগুড়ার শাজাহানপুরে হাইব্রিড মরিচের ফলনে রেকর্ড ভঙ্গ, আনন্দিত চাষি পরিবার

বগুড়ায় ফেনসিডিলসহ একজন গ্রেফতার

জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের পুনর্বাসনে ঐক্যের বিকল্প নেই : সারজিস আলম

বগুড়ার ধুনটে ইজতেমা ময়দানে হাজারো মুসল্লির জুমার নামাজ আদায়

জয়পুরহাটের ইউনিয়ন কৃষিসেবা কেন্দ্রগুলো যেন ভুতের বাড়ি