ভিডিও শনিবার, ১১ অক্টোবর ২০২৫

বগুড়ায় নদীতে গোসল করতে নেমে দুই বন্ধু নিখোঁজ, একজন জীবিত উদ্ধার

বগুড়ায় নদীতে গোসল করতে নেমে দুই বন্ধু নিখোঁজ, একজন জীবিত উদ্ধার, ছবি: দৈনিক করতোয়া ।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:  বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে ৩ বন্ধু গোসল করতে নেমে দুই বন্ধু নিখোঁজ হবার পরে একজনকে জীবিত উদ্ধার করা হলেও হৃদয় হাসান (১৪) নামে অপর এক কিশোর এখনো নিখোঁজ রয়েছে। হৃদয়ের খোঁজে এসে নদীপাড়ে স্বজনদের আহাজারিতে বাকরুদ্ধ হয়ে পড়েছে পুরো এলাকা। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের রহমান নগর এলাকায় করতোয়া নদীতে গোসলে নেমে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এলাকাবাসি সূত্রে জানা যায়, হৃদয় হাসান, নিরব ও সৌরভ নামের তিন বন্ধু মিলে করতোয়া নদীতে গোসল করতে আসে। এ সময় তারা নদী পার হওয়ার চেষ্টা করলে হঠাৎ স্রোতের তোড়ে দুইজন তলিয়ে যায়। এতে সৌরভ নামের একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও হৃদয় এখনো নিখোঁজ রয়েছে। হৃদয় রহমান নগরের দুলাল হোসেনের ছেলে ও ঢাকায় একটি কেজি স্কুলের ৮ম শ্রেনীতে ছাত্র বলে জানা গেছে। তারা ছুটিতে গ্রামের বাড়ীতে বেড়াতে এসেছিল।

খবর পেয়ে হৃদয়ের বাবা-মা ও বোন সহ অন্যান্য আত্মীয় স্বজন এসে খুঁজছেন এবং আহাজারিতে নদীপাড়ের আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। হৃদয় বিদারক এ ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছেন। এখনো নিখোঁজ হৃদয়ের সন্ধানে নদীতে তল্লাশি অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে সৌরভ জানান, নিরব সাতার জানতোনা। কিন্তু হৃদয় সাতার জানে তারপর স্রোতে ভেসে গেছে। নিরবকে উদ্ধার করতে পারছি। শেরপুর ফায়ার সার্ভিসের সাব-ইন্সপেক্টর নুরুল ইসলাম বলেন, উদ্ধারের চেষ্টা চলছে। খবর দেওয়া হয়েছে রাজশাহী থেকে স্পেশাল ডুবুরি নিয়ে আসার জন্য।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় নদীতে গোসল করতে নেমে দুই বন্ধু নিখোঁজ, একজন জীবিত উদ্ধার

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, যা বললেন তার ছেলে

‘বাংলাদেশের মতো দলকে বিশ্বকাপ কোয়ালিফায়ার খেলা মানায় না’

সশস্ত্র বাহিনীর দ্বারা গুম-খুন না হলে শেখ হাসিনা ফ্যাসিস্ট হতো না: আখতার

সমালোচনার কড়া জবাব দীপিকার

সরাসরি বিশ্বকাপ খেলতে যে সমীকরণের সামনে বাংলাদেশ