ভিডিও রবিবার, ১২ অক্টোবর ২০২৫

ইপিএলের সেপ্টেম্বর মাসের সেরা ফুটবলার হলান্ড

আর্লিং হলান্ড

স্পোর্টস ডেস্কঃ দুর্দান্ত ছন্দে থাকা আর্লিং হলান্ডের অর্জনের মুকুটে যোগ হয়েছে আরেকটি পালক। প্রিমিয়ার লিগে সেপ্টেম্বর মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার।  
 
ইংলিশ ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় এনিয়ে চতুর্থবার মাস-সেরার পুরস্কার জিতলেন ২৫ বছর বয়সী হলান্ড। ২০২২ সালের জুলাইয়ে সিটিতে যোগ দেওয়ার পরের মাসেই স্বীকৃতিটি পান তিনি। এরপর ২০২৩ সালের এপ্রিল ও ২০২৪ সালের অগাস্টে তার হাতে ধরা দেয় এই সম্মাননা।
 
 
গত মাসে লিগে তিন ম্যাচ খেলে পাঁচ গোল করেন হলান্ড। সতীর্থের একটি গোলে সরাসরি ভূমিকাও রাখেন নরওয়ের এই ফুটবলার।
নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচে দুইবার জালের দেখা পান হলান্ড। পরে আর্সেনালের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে দলের একমাত্র গোলটি করেন তিনি। আর বার্নলিকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দেওয়ার পথে দুটি গোল করেন হলান্ড।
 
 
চলতি মৌসুমে এখন পর্যন্ত ৭টি লিগ ম্যাচ খেলে সর্বোচ্চ ৯ গোল করেছেন হলান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে ১২ বার পেয়েছেন জালের দেখা।
 
 
সিটির জার্সিতে ১৫৫ ম্যাচ খেলা হলান্ডের গোল এখন ১৩৬টি। অ্যাসিস্ট করেছেন ২২টি। প্রিমিয়ার লিগে ১০৪ ম্যাচ খেলে তার গোল ৯৪টি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে বসতবাড়িতে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন ‘বাগান বিলাস’ ফুল

নওগাঁর মান্দায় রাস্তা নিয়ে মারধরে নারীসহ আহত ৪

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাবেক অধ্যক্ষের স্বাক্ষর জালিয়াতি করে কোটি টাকার নিয়োগ বাণিজ্য

চাঁদাবাজি দখলদারিত্ব সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড়ে এনসিপি’র লংমার্চ

নাটোরের সিংড়ায় চাঁদা না পেয়ে হামলার অভিযোগ

মহাস্থান ফুটওভার ব্রিজ দখলমুক্ত করতে পুলিশের অভিযান