ভিডিও শনিবার, ১১ অক্টোবর ২০২৫

সাংঘর্ষিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হতে হবে : খসরু

সাংঘর্ষিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হতে হবে : খসরু, ছবি: সংগৃহীত।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাাহমুদ চৌধুরী বলেছেণ, আমাদের রাজনৈতিক সিস্টেম পাল্টাতে হবে। ভিন্নমত ও বিরোধীদের বিষয়ে সম্মান দেখাতে হবে। সাংঘর্ষিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হতে হবে। 

আজ শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর কসমস সেন্টারে আয়োজিত নির্বাচন পদ্ধতি নিয়ে সেমিনারে এ মন্তব্য করেন তিনি। আমীর খসরু বলেন, যারা পিআর পদ্ধতির পক্ষে তাদের উচিত হবে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট আনা। কিছু রাজনৈতিক দল নিয়ে আলোচনা করে আগামীর বাংলাদেশে কী হবে ঠিক করতে মানুষ দায়িত্ব দেয় নাই। তাই সনদেরও ম্যান্ডেট লাগবে। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণের কথা বলতে হবে। যতটুকু একমত হয়েছে সেগুলো নিয়ে সংসদে আলোচনা করা যেতে পারে। কোনটা হবে, কোনটা হবে না জণগণ ঠিক করবে।

আরও পড়ুন

এই মুহূর্তে সংসদ কার্যকর করা বেশি দরকার উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সনদে যেসব বিষয় একমত হয়েছে, তা সেসব বিষয় নিয়ে এগোতে হবে। গণতন্ত্রে একক দলের রুল করার সিস্টেম নেই উল্লেখ করে তিনি বলেন, যারা বিজয়ী হবে তাদের সরকার, তাদের দেশ এই অবস্থা থেকে বের হতে হবে। আমাদের রাজনৈতিক সিস্টেম পাল্টাতে হবে। ভিন্নমত ও বিরোধীদের বিষয়ে সম্মান দেখাতে হবে। সাংঘর্ষিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংঘর্ষিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হতে হবে : খসরু

বিয়ের পরিকল্পনা জানালেন দেব!

পদত্যাগ করা লেকোর্নুকই হলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

দুর্দান্ত জয়ে শীর্ষে ফিরে এলো জার্মানি

নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করলেন মাচাদো

এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে খুলনা-রংপুর