ভিডিও বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৯ অক্টোবর, ২০২৫, ০৫:১০ বিকাল

ক্যাম্পে ঘুমন্ত অবস্থায় র‍্যাব সদস্যের মৃত্যু

ক্যাম্পে ঘুমন্ত অবস্থায় র‍্যাব সদস্যের মৃত্যু

পটুয়াখালী র‍্যাব ক্যাম্পে ঘুমন্ত অবস্থায় মনিরুজ্জামান (৩০) নামে এক সদস্যের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৮ অক্টোবর) দুপুরে ব্যারাক থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মনিরুজ্জামান খুলনা জেলার পাইকগাছা উপজেলার মৌখালী গ্রামের মজিবুর রহমানের ছেলে। তিনি স্ত্রী ও তিন সন্তান নিয়ে নিজ গ্রামের বাড়িতেই বসবাস করতেন।

সহকর্মীদের বরাতে জানা যায়, সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ডিউটি শেষ করে ব্যারাকে বিশ্রাম নিতে যান মনিরুজ্জামান। জোহরের নামাজের সময়েও ঘুম থেকে না ওঠায় সহকর্মীরা ডাকতে গেলে কোনো সাড়া না পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মশিউর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

র‍্যাব-৮ (বরিশাল) সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান বলেন, মনিরুজ্জামান ছিলেন অত্যন্ত ভদ্র ও ধর্মপ্রাণ সদস্য। সকালে ডিউটি শেষে বিশ্রামে যাওয়ার সময় সহকর্মীকে অনুরোধ করেছিলেন জোহরের নামাজের আগে যেন তাকে ডেকে দেয়। পরে ডাকার পরও কোনো সাড়া না পেয়ে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল

ইভ্যালির রাসেল-শামীমার ৫ বছরের কারাদণ্ড

শেখ হাসিনাকে ‘অবৈধভাবে’ দেওয়া ডাকসুর আজীবন সদস্যপদ বাতিল

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

ধানের শীষের প্রার্থী কাজী রফিকের সোনাতলায় গণসংযোগ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার