ভিডিও বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাগলী মা’র ফুটফুটে কন্যা সন্তান প্রসব

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাগলী মা’র ফুটফুটে কন্যা সন্তান প্রসব

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরে এক মানসিক ভারসাম্যহীন নারী (পাগলী) রাস্তায় এক কন্যা শিশুর জন্ম দিয়েছে। জন্মের পরই শিশু কন্যাকে ফেলে রেখে পালিয়ে গেছে পাগলী মা। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার গভীর রাতে উল্লাপাড়ার শ্যামলীপাড়ায় কেয়ার প্রাইভেট হাসপাতালের পাশের গলিতে। নবজাতককে বর্তমানে উল্লাপাড়া কেয়ার হাসপাতালে রাখা হয়েছে। শিশুটির দেখভাল ও ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন।

হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসক ডা: লুৎফর রহমান জানান, রাত দেড়টার দিকে দুই পথচারী খবর দেন যে এক পাগলী রাস্তায় শিশুর জন্ম দিয়েছে। খবর পেয়ে হাসপাতালের সেবিকারা সেখানে গিয়ে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তারা পাগলী মাকেও হাসপাতালে আনার চেষ্টা করে কিন্তু সে দৌড়ে পালিয়ে যায়।

রাত ২টায় হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি উল্লাপাড়া থানা পুলিশ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং মহিলা বিষয়ক কর্মকর্তাকে অবহিত করে। পরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসান এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন হাসপাতালে এসে নবজাতককে আপাতত হাসপাতালের তত্ত্বাবধানে রাখার পরামর্শ দেন।

আরও পড়ুন

বর্তমানে শিশুটি হাসপাতালে সুস্থ রয়েছে। পাগলীর কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। হাসপাতালে নবজাতক ফুটফুটে শিশুটিকে দেখতে উৎসুক লোকজন ভিড় করছে। উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, শিশুটির জন্য উপযুক্ত আগ্রহী ব্যক্তি পাওয়া গেলে তাকে আইনগত ভাবে দত্তক দেওয়া হবে।

উপযুক্ত কেউকে না পাওয়া গেলে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে শিশুটির ঠিকানা হবে রাজশাহী সরকারি বেবি হোম । সেখানেই সে বেড়ে  উঠবে প্রকৃতির স্বাভাবিক নিয়মে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে ৭৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

বাইক দুর্ঘটনায় মারা গেছেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক

সাতক্ষীরায় রোগীকে কান ধরে ওঠবস করানো সেই চিকিৎসককে মেহেরপুরে বদলি

শুভেচ্ছা সফরে যুক্তরাষ্ট্র নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন

দুবাইয়ে সিরিয়াকে হারালো বাংলাদেশের মেয়েরা

নওগাঁর আত্রাইয়ে গোয়ালঘরের তালা ভেঙে ৫টি গরু চুরি