ভিডিও শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

ঠাকুরগাঁওয়ে শয়নঘর থেকে মা-মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে শয়নঘর থেকে মা-মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার। প্রতীকী ছবি

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের সিকদারহাট গ্রামে নিজ ঘর থেকে মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা জানা যায়। নিহতরা হলেন- ওই গ্রামের জগদীশ রায়ের স্ত্রী সুমনা রানী (৪২) ও তার বাক প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন মেয়ে শাপলা রাণী (১৮)।

এলাকাবাসীর মতে, সুমনা রানী ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসা করে জীবিকা নির্বাহ করতেন। তার স্বামী কয়েক বছর আগে দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বসবাস শুরু করেন। গত সোমবার সকালে একটি এনজিওর কর্মী ঋণের টাকা নিতে সুমনার বাড়ি যান। তাকে না পেয়ে ফিরে আসেন। পরে সন্ধ্যায় আবার গেলে ঘরে সাড়া-শব্দ না পেয়ে ভেতরে উঁকি দেন। তখন তীব্র দুর্গন্ধ টের পেয়ে এলাকাবাসীকে খবর দেন তিনি। খবর পেয়ে  ইউপি সদস্য ঘটনাস্থলে আসেন।

পুলিশ ও এলাকাবাসী ধারণা, সুমনা রানী বাড়ি রক্ষায় অভিনব কৌশল হিসেবে দরজায় বিদ্যুতের তার জড়িয়ে রাখতেন। চুরি ঠেকানো ও মেয়েকে নিরাপদে রাখতেই হয়তো এই ব্যবস্থা করেছিলেন তিনি। রাতে ঘুমানোর সময় সুইচ বন্ধ করতে ভুলে গিয়ে মা-মেয়ে বিদু্যুতায়িত হয়ে মারা যান।

আরও পড়ুন

ভূল্লী থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীন মোহাম্মদ বলেন, দরজার নেটের সাথে বিদ্যুতের তার জড়ানো ছিল। ধারণা করছি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই-তিন দিন আগে তাদের মৃত্যু হয়েছে। ঘরে থাকা তিনটি ছাগলও অনাহারে কষ্ট পাচ্ছিল। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়িয়ায় শিয়ালের কামড়ে আহত ১০

ঢাকায় আসছেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী

মানিকগঞ্জে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা, বিএনপির ৯ নেতাকর্মীর নামে মামলা

দেশে ফিরেই শুটিং-এ হিমি, শুভ জন্মদিন

নরসিংদীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা

সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্স রোগের ভ্যাকসিন  ৮০ পয়সার স্থলে নেওয়া হচ্ছে ২০ টাকা